• ঢাকা
  • বুধবার, ০১ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫

পার্পেল ক্যাপের লড়াইয়ে শীর্ষে বুমরাহ, তিনে মোস্তাফিজ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৪, ০৩:০৬ পিএম
পার্পেল ক্যাপের লড়াইয়ে শীর্ষে বুমরাহ, তিনে মোস্তাফিজ
বুমরাহ ও মোস্তাফিজ। ছবি : সংগৃহীত

চলতি আইপিএলে মুম্বাইয়ের ওয়াংখেড়েতে অনুষ্ঠিত এক ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ৪ ওভার বল করে ২১ রান খরচায় ৫ উইকেট শিকার করেছেন ভারতের জাতীয় দলের পেসার জাসপ্রীত বুমরাহ। সেই সঙ্গে চলতি আইপিএলে সর্বোচ্চ উইকেটশিকারীদের তালিকায় শীর্ষস্থান (১০টি) দখল করেছেন  তিনি। তিনে নেমে গেছেন বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান।

বুমরাহ শীর্ষে উঠে আসায় পার্পল ক্যাপের তালিকায় দুইয়ে নেমে গেলেন রাজস্থান রয়্যালসের যুজবেন্দ্র চাহাল। অবশ্য বুমরাহর মতো ৫ ম্যাচে ১০ উইকেট আছে চাহালেরও। তবে ইকোনমি রেটের বিচারে চাহালকে পেছনে ফেলেছেন মুম্বাই পেসার।

বুমরাহর ইকোনমি রেট ৫.৯৫। সেরা বোলিং ফিগার ২১ রানে ৫ উইকেট লাভ। অন্যদিকে, চাহালের ইকোনমি রেট ৭.৩৩। সেরা বোলিং ফিগার ১১ রানে ৩ উইকেট শিকার।

চলতি আসরে শুরুর দিকে পার্পল ক্যাপ ধরে রেখেছিলেন চেন্নাই সুপার কিংসের টাইগার পেসার মোস্তাফিজ। বুমরাহর উত্থানে সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের দৌড়ে তিনে নেমে গেলেন ফিজ। অবশ্য এক ম্যাচ কম খেলেছেন তিনি। ৪ ম্যাচে ৯টি উইকেট নিয়েছেন এই পেসার। মোস্তাফিজের ইকোনমি রেট ৮.০০। তার সেরা বোলিং ফিগার ২৯ রানে ৪ উইকেট দখল।

 

Link copied!