• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫

রুদ্ধশ্বাস ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিলের ড্র


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ২৩, ২০২৩, ০৩:২৮ পিএম
রুদ্ধশ্বাস ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিলের ড্র

আর্জেন্টিনা-ব্রাজিল ম্যাচ মানেই উত্তাপ। সেটা জাতীয় দল বা বয়সভিত্তিক- যা-ই হোক না কেন। এবার অনূর্ধ্ব-১৭ ফুটসাল ফুটবলের প্রথম পর্বে একই গ্রুপে পড়েছে লাতিন দুই দেশ। ফলে উত্তেজনা ছড়িয়েছে আরও।

অনূর্ধ্ব-১৭ ফুটসাল ফুটবলের টুর্নামেন্টের ম্যাচে বৃহস্পতিবার রাতে মাঠে নেমেছিল ব্রাজিল-আর্জেন্টিনা। বাংলাদেশ সময় রাত ৩টায় ‍‍`বি‍‍` গ্রুপের ম্যাচে মাঠে নামে আর্জেন্টিনা ও ব্রাজিল। ম্যাচটি ১-১ সমতায় শেষ হয়। এই ম্যাচের আগের ম্যাচেই উরুগুয়ের জালে ৭ গোল দিয়ে বিশাল ব্যবধানে জয় পেয়েছিল ব্রাজিল।

ব্রাজিলের বিপক্ষে এ ম্যাচে জিতলেই গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিতে যাওয়ার সম্ভাবনা ছিল আর্জেন্টিনার। তবে কাঙ্ক্ষিত জয় পায়নি তারা। প্রথমার্ধ্ব গোলশূন্য কাটলেও দ্বিতীয়ার্ধে দুই দলই মরিয়া হয়ে গোল পাওয়ার জন্য খেলতে থাকে। ফলে পরিবর্তন হয় স্কোরলাইন।

ম্যাচ শেষ হওয়ার মাত্র ৫ মিনিট আগে ব্রাজিলের হয়ে গোল করেন ব্রুনো দিয়াস। ১ গোলে পিছিয়ে পড়ে সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে খেলতে থাকে আর্জেন্টিনা। ম্যাচ শেষ হওয়ার মাত্র ৪৮ সেকেন্ড আগে আলবিসেলেস্তেদের হয়ে বেত্তনি গোল করে দলকে ১-১ সমতায় পৌঁছে দেন।

ফলে দুদলই অপরাজিত থাকে। এর ফলে সমান ১০ পয়েন্ট নিয়ে সেমিফাইনালের মঞ্চে পৌঁছে যায় লাতিন দেশদুটি ।
 

Link copied!