• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

টস হারকেই আশীর্বাদ মানছেন বাভুমা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৩, ১২:০১ পিএম
টস হারকেই আশীর্বাদ মানছেন বাভুমা
দক্ষিণ আফ্রিকা অধিনায়ক টেম্বা বাভুমা। ছবি: সংগৃহীত

রেকর্ড গাঁথা ৭৫৪ রানের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ শুরু করেছে দক্ষিণ আফ্রিকা। ১০২ রানে জয়ের পর প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা টসকে আশীর্বাদ বলে মনে করছেন। সাউথ আফ্রিকার অধিনায়ক এই ম্যাচে টস হেরে  শ্রীলঙ্কান অধিনায়ক দাসুন শানাকার কাছ থেকে ব্যাটিংয়ের আমন্ত্রণ পান। দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে টস জিতলে আগে বোলিং নিতে চেয়েছিলেন বাভুমাও। তার এমন সিদ্ধান্ত ভুল হতো বলে মনে করে তাই টস হারকে আশীর্বাদ বলছেন তিনি।

টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে তিন ব্যাটারের শতেকের উপর ভর করে পাঁচ উইকেটে দক্ষিণ আফ্রিকা ৪২৮ রান জড়ো করে স্কোরবোর্ডে। সেঞ্চুরি করেন কুইন্টন ডি কক, র‍্যাসি ভ্যান ডার ডুসেন এবং এইডেন মার্করাম। এই তিন জনের সেঞ্চুরিতে লঙ্কানরা পাহাড়সমূহ রানের টার্গেটে চাপা পড়ে যায়।

লক্ষ্য তাড়া করতে নেমে আশা জাগিয়েও তেমন কিছু করতে পারেনি শ্রীলঙ্কা। শুধু হারের ব্যবধানটাই কমিয়েছে এশিয়া কাপের রার্নাস আপরা। ৪৪ ওভার ৫ বলে ৩২৬ রানে অলআউট হয় দলটি। বিশ্বকাপের সর্বোচ্চ দলীয় রানের সংগ্রহ তাড়া করতে নেমে সেঞ্চুরি করতে পারেননি দলটির কোনো ব্যাটার। তাইতো ম্যাচটা হাত ছাড়া হয়েছে তাদের।

ম্যাচ শেষে বাভুমা বলেন, “আমি খুশি। আমরা জিততে চেয়েছিলাম এবং আমরা জিতেছি। ব্যাটার হিসেবে বলব, আমাদের কোনও ভুল ছিল না। বল হাতে আমরা পরিষ্কার একটি পারফরম্যান্স চেয়েছিলাম, সেটা পাইনি। তবে সবাই যার যার মতো করে ভালো বোলিং করেছে। টস হেরে গেছি, এটায় সম্ভবত আশীর্বাদ হয়ে এসেছে। বল সহজেই ব্যাটে এসেছে।”

প্রোটিয়া অধিনায়ক আরও বলেন, “কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়াই আজকের (শনিবার) উদ্দেশ্য ছিল। আমাদের মনে হয়েছে উইকেটে পরিবর্তন আসবে। তবে আসেনি। আমাদের সম্ভবত একজন স্পিনারের কমতি ছিল। আরও কিছু ভুল ছিল যেগুলো আমাদের ঠিক করে নিতে হবে।”

দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে ১২ অক্টোবর। লক্ষ্ণৌতে অনুষ্ঠিত ম্যাচটিতে প্রোটিয়াদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।

খেলা বিভাগের আরো খবর

Link copied!