‘বিশ্ব মা দিবস’ রোববার (১১ মে)। আর দিবসকে সামনে রেখে মা অপু বিশ্বাসের আদরমাখা হাতে চুমু খেলেন একমাত্র ছেলে আব্রাম খান জয়।
শনিবার (১০ মে) সকালে স্যোশাল মিডিয়ায় ছেলের সঙ্গে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন অপু বিশ্বাস। এতে দেখা যায়, অপু বিশ্বাস ছেলের মুখে স্নেহভরা হাত দিয়ে কিছু বলছেন, খোলামাঠে ছেলে জয়ও মায়ের হাত কাছে টেনে আদর করে চুমু খাচ্ছেন। যা এক আবেগঘন মুহূর্ত তৈরির সঙ্গে মা ও ছেলের ভালোবাসা প্রকাশ করে।

বিশেষ এই সময়ে অপু বিশ্বাসের পরনে ছিল সাদা-কালো ও সোনালি ডিজাইনের কুর্তি-পাজামা; সঙ্গে কালো স্লিপার ও সানগ্লাস। এদিকে খানিকটা ম্যাচিং করে আব্রাম পরেছে সাদা শার্ট ও ছেঁড়া ডিজাইনের নীল জিন্স, সাথে স্যান্ডেল।
এছাড়াও এ সময় মা-ছেলেকে একসঙ্গে নানা পোজ দিতে দেখা যায় ক্যামেরাতে। তবে কিছু ক্যান্ডিড ছবিও ছিল সেখানে। আর তাদের এই আবেগঘন মুহূর্ত দেখে ভালোবাসা ছড়িয়ে দেয় তাদের ভক্ত-নেটিজেনরা।

২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে বিয়ে করেন শাকিব খান ও অপু বিশ্বাস। ২০১৭ সালের ১০ এপ্রিল এই দম্পতির বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসে। ওই দিন পুত্র জয়কে নিয়ে একটি বেসরকারি টেলিভিশনে লাইভে আসেন অপু। ২০১৮ সালের ১২ মার্চ বিবাহবিচ্ছেদের মাধ্যমে এখন এক ছেলেকে নিয়েই কাটছে অপুর সংসার।