• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫
লা লিগা

বেটিসকে হারিয়ে শীর্ষস্থান মজবুত করলো বার্সেলোনা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৩, ০২:০৩ পিএম
বেটিসকে হারিয়ে শীর্ষস্থান মজবুত করলো বার্সেলোনা

প্রথমার্ধ জুড়ে একদমই নিষ্প্রভ দেখা গেলো পুরো বার্সেলোনা দলকে। তবে বিরতি থেকে ফিরেই যেন বদলে গেল পুরো দলের চেহারা। গোছানো ফুটবলে একাধিক গোলের দেখাও পেলো দলটি। ম্যাচের শেষদিকে গোল হজম করলেও রিয়াল বেটিসকে হারাতে সমস্যা হয়নি বার্সেলোনার। 
বুধবার (১ ফেব্রুয়ারী) প্রতিপক্ষের মাঠে জাভি হার্নান্দেজের দলের জয় এসেছে ২-১ গোলের ব্যবধানে। কাতালানদের হয়ে গোল করেছেন ব্রাজিলিয়ান রাফিনহো ও পোলিশ রবার্ট লেভানডোভস্কি।

এই জয়ে রিয়াল মাদ্রিদের চেয়ে এক ম্যাচ বেশি খেলে আট পয়েন্টের ব্যবধানে এগিয়ে শীর্ষস্থান আরও মজবুত করলো বার্সেলোনা। ১৯ ম্যাচে ১৬ জয় ও ২ ড্রয়ে জাভির দলের সংগ্রহ ৫০ পয়েন্ট। অন্যদিকে এক ম্যাচ কম খেলে ৪২ পয়েন্ট নিয়ে দুইয়ে কার্লো রিয়াল মাদ্রিদ। 

ম্যাচের ১৮তম মিনিটে প্রথম সুযোগ পায় বার্সেলোনা। সতীর্থের পাস পেয়ে এক ডিফেন্ডারের বাধা এড়ালেও গোলরক্ষককে কাটাতে গিয়ে সুযোগ হাতছাড়া করেন পেদ্রি।
প্রথমার্ধ জুড়েই অগোছালো ফুটবল খেলেছে দুই দল। এমনকি কোনো দলই লক্ষ্যে রাখতে পারেনি একটি শটও।

ম্যাচের ৬৫তম মিনিটে প্রথম গোলের দেখা পায় বার্সেলোনা। ডি ইংয়ের পাস নিয়ে বক্সে ঢুকে রাফিনহোকে পাস দেন আলেজান্দ্রো বালদে। বল পেয়ে দূরের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করেন এই ব্রাজিলিয়ান ফুটবলার।

১৫ মিনিট পর ব্যবধান দ্বিগুন করেন লেভানডোভস্কি। ম্যাচের ৮০তম মিনিটে রাফিনিয়ার কর্নারে রোনালদ আরাহোর হেড পাসে থেকে লা লিগার চলতি মৌসুমে নিজের ১৪তম গোল করেন এই পোলিশ ফুটবলার। 
এর পাঁচ মিনিট পর আত্মঘাতী গোল হজম করে বার্সেলোনা। বেতিসের সাবালির ক্রস বার্সেলোনার জুলস কুন্দের গায়ে লেগে নিজেদের জালেই ঢুকে যায়। তবে তাতে অবশ্য ক্ষতি হয়নি। শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছেড়েছে বার্সা।

Link copied!