• ঢাকা
  • মঙ্গলবার, ২১ মে, ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১,

ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৬, ২০২৩, ১০:০৫ এএম
ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

এশিয়ান গেমস ক্রিকেটের সেমিফাইনালে ভারতের কাছে হেরে বিদায় নিয়েছে বাংলাদেশ। চীনের হাংঝুতে প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ৯৬ রান করে বাংলাদেশ। জবাবে ৯.২ ওভারে ১ উইকেট হারিয়ে ৯৭ রান করে জয় তুলে নেয় ভারত।

এদিন টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান ভারতীয় অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়। ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের তোপের মুখে পড়ে সাইফ হাসানের দল। বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ ২৪* রান করেন জাকির আলী। এ ছাড়া ওপেনার পারভেজ হোসাইন ইমন ২৩ ও রাকিবুল হাসান ১৪ রান করেন। এ ছাড়া আর কোনো বাংলাদেশি ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।

জবাবে ব্যাট করতে নেমে দলীয় ১ রানের মাথায় ওপেনার যশস্বী জয়সয়ালকে (০) হারালেও সহজ জয় পেতে বেগ পেতে হয়নি ভারতকে। তিলক ভার্মাকে নিয়ে দ্রুতই জয় তুলে নেন অধিনায়ক ঋতুরাজ। তিলক ৬ ছক্কা ও ২ চারে সাজিয়ে ২৬ বলে করেন অপরাজিত ৫৫* রান। অন্যদিকে ঋতুরাজ ২৬ বলে করেন অপরাজিত ৪০* রান। তার ইনিংসে ছিল ৩টি ছক্কা ও ৪টি চারের মার।

Link copied!