• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

ভালো প্রস্তুতি নিয়েই কুয়েতে বাংলাদেশ দল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৭, ২০২৪, ০৭:২৯ পিএম
ভালো প্রস্তুতি নিয়েই কুয়েতে বাংলাদেশ দল
কুয়েত যাওয়ার প্রাক্কালে সৌদি বিমানবন্দরে বাংলাদেশের কয়েকজন ফুটবলার। ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের বিপক্ষে বিশ্বকাপ ফুটবল বাছাইয়ের ম্যাচ সামনে রেখে বাংলাদেশ দলকে সৌদি আরবের তাইফ শহরে দুই সপ্তাহ কন্ডিশনিং ক্যাম্প করিয়েছেন স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরো। বাংলাদেশ ২১ মার্চ কুয়েতে ম্যাচ খেলবে ফিলিস্তিনের বিপক্ষে।  

সৌদি আরবে অনুশীলন ক্যাম্প করে দারুণ সন্তুষ্ট বাংলাদেশের স্প্যানিশ কোচ। এই সন্তুষ্টি নিয়েই রোববার সৌদি থেকে দলবল নিয়ে কুয়েত গেছেন তিনি। বিকেল ৬টার একটু আগে কুয়েত সিটিতে পৌঁছেছেন তারা। 

সৌদিতে অনুশীলন মূল্যায়ন করে কোচ ক্যাবরেরা বলেছেন, ‘এখানে দুর্দান্ত সুযোগ-সুবিধার মধ্যে অনুশীলন করেছি। পুরো স্কোয়াডই এখন ফিলিস্তিনের বিপক্ষে ম্যাচের জন্য প্রস্তুত। আমরা ইতিবাচক কিছুই নিয়ে যাচ্ছি সৌদি থেকে।’

সৌদি আরবে বাংলাদেশ কেবল অনুশীলনই করেনি, দুটি প্রস্তুতি ম্যাচও খেলেছে। যাওয়ার আগে কোচ ক্যাবরেরা বলেছিলেন, তিনি কোনো জাতীয় দলের বিপক্ষে ম্যাচ খেলার চেষ্টা করবেন। শেষ পর্যন্ত আফ্রিকার দেশ সুদানকে পেয়েছিল ম্যাচ খেলার জন্য। দুই ম্যাচের প্রথমটি গোলশূন্য ড্র করে দ্বিতীয়টি ০-৩ গোলে হেরেছে বাংলাদেশ।

শক্তিতে এগিয়ে থাকা সুদানের মতো দলের বিপক্ষে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগটা মিলেছে বাংলাদেশ দলের। যেটি ফিলিস্তিনের বিপক্ষে ম্যাচে দারুণ কাজে আসবে বলে মনে করেন কোচ।

নতুনদের নিয়ে ক্যাবরেরা বলেন, ‘নতুনরা আমাদের ধ্যানধারণার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পেয়েছে। তারা নিজেদের ঝালিয়ে নিতে পেরেছে। চূড়ান্ত স্কোয়াডে সুযোগ করে নেয়ার কাজটাও নিবিড়ভাবে করতে পেরেছে।’

তিনি বলেন, ‘সুদান আর ফিলিস্তিন একই ধরনের দল। সুদান দুটি ম্যাচেই যথেষ্ট আগ্রাসী ফুটবল খেলেছে। আমি খুশি, আমাদের খেলোয়াড়েরা যথেষ্ট লড়াই করেছে। সব মিলিয়ে এ ম্যাচে ইতিবাচক অনেক কিছুই আছে।’
 

Link copied!