• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫

লজ্জার হারে ভয়ংকর বাংলাদেশকে দেখলো নিউজিল্যান্ড


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৩, ০৮:৪১ এএম
লজ্জার হারে ভয়ংকর বাংলাদেশকে দেখলো নিউজিল্যান্ড
উইকেট নেওয়ার পর শরিফুলকে ঘিরে উদ্‌যাপন সতীর্থদের। ছবি : এএফপি

সুযোগ পেলে বাংলাদেশি ক্রিকেটাররা যে কতটা ভয়ংকর হয়ে উঠতে পারেন, তার একটা নজীর স্থাপন হলো শনিবার সকালে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে। স্বাগতিকদের শোচনীয়ভাবে হারিয়ে রূপকথার জন্ম দিলো বাংলাদেশ। ১-২ ব্যবধানে সিরিজ হারলেও বছরের শেষ ওয়ানডেতে ৯ উইকেটের সহজ জয় পেলো বাংলাদেশ। এটা নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডেতে প্রথম জয় বাংলাদেশের।

নিউজিল্যান্ডের মাত্র ৯৮ রানের জবাবে বাংলাদেশ মাত্র ১ উইকেট হারিয়ে ১৫.১ ওভারে ৯৯ রান করে।

নতুন বলে শরিফুল- সাকিবরা রীতিমতো আগুন ঝড়ালেন। তাদের পেসে পুড়ে ছাই হয়েছে কিউই ব্যাটাররা। নিউজিল্যান্ডের এই ৯৮ রান বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে সর্বনিম্ন সংগ্রহ।  

বোলারদের এমন বীরত্বের পর সাগরতীরের শহর নেপিয়ারে বাকি কাজটা সহজেই সেরেছেন ব্যাটাররা। 

টস হেরে ব্যাটে নেমে ৩১.৪ ওভারে অলআউট হয় নিউজিল্যান্ড। কিউইদের সর্বোচ্চ ২৬ রান করেন উইল ইয়াং। বাংলাদেশের তানজিম সাকিব, শরিফুল ইসলাম ও সৌম্য সরকার ৩টি করে উইকেট পেয়েছেন। ৫১ রান করে অপরাজিত থেকেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

ছোট লক্ষ্য তাড়ায় নেমে ইনিংসের পঞ্চম ওভারে ওপেনার সৌম্য চোখের সমস্যায় মাঠ ছাড়েন। এনামুল হক বিজয় ৩৭ রানে আউট হন। 

আগে ব্যাট করতে নেমে টাইগার পেসারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রথম ১০ ওভারে ২ উইকেট হারিয়ে মাত্র ২৭ রান করে কিউইরা। দুই উইকেটই নিয়েছেন ম্যাচসেরা সাকিব। এরপর বাঁহাতি পেসার শরিফুল ২১ রান করা টম লাথামকে ফিরিয়ে দেন। নিজের পরের ওভারে উইল ইয়ংকে সাজঘরে ফেরান। ২ রান করা মার্ক চ্যাপম্যানকে ফেরান শরিফুল। এরপর সাকিব আউট করেন টম ব্লান্ডেলকে (৪)। 

শরিফুল-সাকিবের মতোই সফল  মিডিয়াম পেসার সৌম্য সরকার, নেন ৩ উইকেট। কিউইদের শেষ উইকেটটা পান মোস্তাফিজুর রহমান।

পরস্পরের ৪৫ ম্যাচে এটা বাংলাদেশের ১১তম জয়, নিউজিল্যান্ডর জিতেছে ৩৩ ম্যাচ, ফলাফল হয়নি ১ ম্যাচের। 
 

Link copied!