• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫

ডট বলের রেকর্ডে বাংলাদেশ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২২, ১১:৪৫ এএম
ডট বলের রেকর্ডে বাংলাদেশ

টি-টোয়েন্টি ক্রিকেটে প্রত্যেক দলের লক্ষ্য থাকে ডট বলের সংখ্যা কমিয়ে আনা। ১২০ বলের খেলায় প্রত্যেকটা বল মহাগুরুত্বপূর্ণ। অথচ বাংলাদেশের মূল সমস্যাই এখানে। টি-টোয়েন্টি অধিকাংশ ম্যাচেই অতিরিক্ত ডট বল খেলার কারণে স্কোরবোর্ডে পর্যাপ্ত রান ওঠাতে চাপে পড়ে টাইগাররা।

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপেও থেমে নেই টাইগারদের অতিরিক্ত ডট বল খেলা। এবার তো সেই ডট বল খেলায় রেকর্ডও গড়ে ফেললো সাকিব আল হাসানের দল।

সুপার টুয়েলভের ম্যাচে রোববার (৩০ অক্টোবর) জিম্বাবুয়ের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। বরাবরের মতো এদিনও পাওয়ার প্লেতে দলকে ঝড়ো শুরু এনে ব্যর্থ দুই ওপেনার।

এমনকি রানই তুলতে হিমশিম খাচ্ছিলেন তারা। প্রথম ৬ ওভারে স্কোরবোর্ডে দুই উইকেট হারিয়ে রান উঠেছে ৩২। এ সময়ে টাইগার ব্যাটাররা ডট দিয়েছেন ২১টি বল।

টি-টোয়েন্টি ক্রিকেটে পাওয়ার প্লেতে ডট দেওয়ার তালিকায় বাংলাদেশ এখন দ্বিতীয় স্থানে। এই তালিকায় ২২ বল ডট দিয়ে সবার উপরে ভারত। ঘরের মাঠ কেরালার থিরুভানান্থাপুরাম স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই সংখ্যক বল ডট দিয়েছিল তারা।

শুধু পাওয়ার প্লে নয়, এই ম্যাচে ডট বল খেলার রেকর্ডও গড়েছে  বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে এদিন ৩৪টি ডট বল দিয়েছে টাইগাররা। ম্যাচে ডট বল দেওয়ার তালিকায়ও দুই নম্বরে উঠে এসেছে টাইগাররা। তবে এখানে তাদের সঙ্গে দুই নম্বর স্থান ভাগাভাগি করছে মাল্টা। এই তালিকায় সিয়েরোর বিপক্ষে ৩৫ বল ডট দিয়ে সবার উপরে রয়েছে নাইজেরিয়া।

Link copied!