• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫

কিউই-ঘূর্ণিতে ১৭২ রানে অলআউট বাংলাদেশ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২৩, ০৩:৩৯ পিএম
কিউই-ঘূর্ণিতে ১৭২ রানে অলআউট বাংলাদেশ
বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে অবস্ট্রাকটিং দ্য ফিল্ড আউট হলেন মুশফিক

মিরপুরের পিচকে রহস্যময় বলেছিলেন বাংলাদেশের কোচ চন্ডিকা হাথুরুসিংহে। সেই পিচের রহস্যে দিশেহারা হাথুরুর শিষ্যরা আজ মাত্র টিকতে পারলেন মাত্র ৬৬.২ ওভার। তাতে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১৭২ রান।

মিরপুরের পিচে আজ রাজত্ব করেছেন নিউজিল্যান্ডের স্পিনাররা। কিউই তিন স্পিনার মিলেই আজ তুলে নিয়েছেন ৮ উইকেট। একটি উইকেট নিয়েছেন অধিনায়ক টিম সাউদি।

এদিন টস জিতে ব্যাট করতে নেমে ৫০ রানের মধ্যে প্রথম ৪ উইকেট হারায় বাংলাদেশ। এজাজ প্যাটেল ও মিচেল স্যান্টনারের ঘূর্ণির জালে ধরা পড়ে একে একে বিদায় নেন জাকির হোসেন (৮), মাহমুদুল হাসান জয় (১৪), মোমিনুল হক (৫) ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (৯)।

এরপর শাহাদাত হোসেনকে নিয়ে দলের হাল ধরেন মুশফিকুর রহিম। এই জুটিতে ৫৭ রান যোগ হয় বাংলাদেশের বোর্ডে। এই জুটি ভাঙেন মুশফিকের আউটে। ইনিংসের ৪০.৪ ওভারে ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ বাংলাদেশের অভিজ্ঞ এই ব্যাটার। কাইল জেমিসনের করা ওভারটির চতুর্থ বলটি ব্যাকফুটে খেলেছিলেন মুশফিক। বল ব্যাটে লেগে মাটিতে পড়ে অফের দিকে বেরিয়ে যাচ্ছিল।

মুশফিক ইচ্ছাকৃতভাবে বলটি ডান হাত দিয়ে ধরেন। নিউজিল্যান্ডের খেলোয়াড়েরা এতে আউটের আবেদন করেন। তৃতীয় আম্পায়ার ভিডিও রিপ্লে দেখে মুশফিককে আউট ঘোষণা করেন। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ আউট হলেন মুশফিক। বাংলাদেশের রান তখন ১০৪। মুশফিক করেছেন ৩৫। যেটি বাংলাদেশের ইনিংসের সর্বোচ্চ রান।

দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান আসে শাহাদাত হোসেনের ব্যাট থেকে। গ্ল্যান ফিলিপ্সের বলে আউট হওয়ার আগে ৩১ রান করেন তিনি। তৃতীয় সর্বোচ্চ ২০ রান করেন মেহেদী হাসান মিরাজ।

Link copied!