• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২, ২৩ জমাদিউস সানি ১৪৪৭

যে আচরণ করা হয়েছে, একজন ক্রিকেটার হিসেবে প্রতিবাদ জানিয়ে রাখলাম: তামিম


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৫, ০৮:১৩ পিএম
যে আচরণ করা হয়েছে, একজন ক্রিকেটার হিসেবে প্রতিবাদ জানিয়ে রাখলাম: তামিম

সর্বশেষ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ‍নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে ঘরোয়া লিগ বর্জন করেছে ঢাকার শীর্ষ ক্লাবগুলো। যার প্রভাব পড়েছে মাঠে। এ জন্যই প্রথম বিভাগ লিগ শুরু হতে দেরি হয়েছে।

তবে আজ থেকে ১২ দলের টুর্নামেন্ট শুরু হলেও ৪ ম্যাচের মধ্যে মাত্র একটি ম্যাচ মাঠে গড়িয়েছে।

প্রথম বিভাগ ক্রিকেট লিগ শুরুর আগেই আবার গতকাল ভিন্ন চিত্র দেখা গেছে বিসিবিতে। অংশ নেওয়া দলের প্রতিনিধিদের নিয়ে ট্রফি উন্মোচনের বিপরীতে লিগ বর্জন করা দলের খেলোয়াড়রা আন্দোলন করে। 

মানববন্ধন করা ক্রিকেটারদের হাতের প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘ঢাকা লিগ বন্ধ কেন’, ‘সবাই মাঠে খেলতে চাই’, ও ‘৮৮০ জন ক্রিকেটারের ক্যারিয়ার কই’। বিসিবির গেটের বাইরে এভাবেই দীর্ঘ সময় আন্দোলন করে।

পরে অবশ্য বিসিবির তিন শীর্ষ কর্তার সঙ্গে আলোচনাতেও অংশ নেয় তারা। সেই ঘটনা নিয়ে আজ অভিযোগ তুলেছেন তামিম ইকবাল। সাবেক অধিনায়কের দাবি, অনেক ক্রিকেটারকে মাঠের ভেতরে ঢুকতে দেয়নি বিসিবি। তিনি নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সবচেয়ে বড় স্টেকহোল্ডার ক্রিকেটাররা।

অথচ গতকাল অনেক ক্রিকেটারকে মাঠে ঢুকতে দেওয়া হয়নি। বিভিন্ন ডিভিশনের অনেক ক্রিকেটার বিসিবিতে তাদের দাবি জানাতে গিয়েছিলেন, যেটি তাদের অধিকার, এবং যার যৌক্তিক কারণও আছে। অথচ সেই ক্রিকেটারদের গেটের বাইরে আটকে রাখা হয়েছিল।’

মানববন্ধন করা ক্রিকেটারদের প্রতিনিধিদলের সঙ্গে পরে বিসিবির আলোচনা হলেও এমন আচরণকে দুঃখজনক বলে জানিয়েছেন তামিম। সাবেক বাঁহাতি ওপেনার বলেছেন, ‘পরে যদিও একটি প্রতিনিধিদলকে ভেতরে নেওয়া হয়েছে, কিন্তু আরো অনেক ক্রিকেটারের সঙ্গে যে আচরণ করা হয়েছে, তা দুঃখজনক। একজন ক্রিকেটার হিসেবে আমি এর প্রতিবাদ জানিয়ে রাখলাম।’

Link copied!