• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫

অবাছাইয়ের কাছেই হারলেন আজারেঙ্কা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৪, ০৪:১৩ পিএম
অবাছাইয়ের কাছেই হারলেন আজারেঙ্কা
এমন বাজে হারে নিজেই লজ্জিত আজারেঙ্কা। ছবি: সংগৃহীত

যেই অস্ট্রেলিয়ান ওপেনে তিনি শিরোপা জিতেছেন টেনিস ক্যারিয়ারে নিজের দুটি গ্রান্ড স্লাম, বছরের প্রথম সেই গ্রান্ড স্লামেই এবার কোয়ার্টার ফাইনালের আগে ছিটকে গেলেন বিশ্বের সাবেক এক নম্বর ও বর্তমান দুই নম্বর নারী তারকা বেলারুশের ভিক্টোরিয়া আজারেঙ্কা।  

৩৪ বছর বয়সী অলিম্পিক স্বর্ণপদক জয়ী আজারেঙ্কা অস্ট্রেলিয়ান ওপেনে ২০১২ ও ২০১৩ সালে চ্যাম্পিয়ন হন। নিজের সেই সেরা সময় পেরিয়ে আসা আজারেঙ্কা সোমবার ইউক্রেনের অবাছাই খেলোয়াড় দিয়ানা ইয়াস্ত্রেমস্কার কাছে হেরে গেছেন।

রড লেভার অ্যারেনায় বেলারুশিয়ান তারকা আজারেঙ্কার বিপক্ষে ইয়াস্ত্রেমস্কার জয়টি ৭-৬ (৮ /৬) ও ৬-৪ সেটে। প্রথমবারের মতো কোনো গ্রান্ড স্লামের কোয়ার্টার ফাইনালে ওঠা ইউক্রেনিয়ান খেলোয়াড় সেমিফাইনালে উঠার জন্য খেলবেন চেক প্রজাতন্ত্রের লিন্ডা নোসকোভার বিপক্ষে।

আরেক ইউক্রেনিয়ান তারকা এলিনা সিতোলিনাকে হারিয়ে শেষ আটে উঠেছেন নোসকোভা। চোটের কারণে অবশ্য প্রথম সেটে ৩-০ গেমে পিছিয়ে থাকা অবস্থায় অবসর নিয়ে কোর্ট ছেড়েছেন সিতোলিনা।

এর আগে গ্রান্ড স্লামে ইয়াস্ত্রেমস্কার সর্বোচ্চ সাফল্য ২০১৯ উইম্বলডনের চতুর্থ রাউন্ডে খেলা। এবার সেই সাফল্য ছাপিয়ে যাওয়ার পর ২৩ বছর বয়সী ইউক্রেনিয়ান কন্যা বেশ উচ্ছসিত। তিনি ম্যাচশেষে বলেন, ‘আমার পরিপূর্ণ শ্বাস নিতে সময় লাগবে। আমার মনে হচ্ছে, খুশিতে আমার হৃৎস্পন্দন অনেক বেড়ে গেছে। আসলে লড়াকু ছিলাম বলেই আমি ম্যাচটা জিততে পেরেছি বলে মনে হচ্ছে।’
 

Link copied!