ফুটবলের পরাশক্তি আর্জেন্টিনা ক্রিকেটও খেলে। তবে ফুটবলের বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা ক্রিকেটে নিছক পুঁচকে দল। বিশ্বকাপের বাছাই পর্বে এবার আর্জেন্টিনাকে বড় লজ্জা দিয়েছে যুক্তরাষ্ট্র। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের আমেরিকা অঞ্চলের বাছাই পর্বের খেলায় সোমবার (১৪ আগস্ট) যুক্তরাষ্ট্র অনূর্ধ্ব ১৯ দল নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৫১৫ রান সংগ্রহ করে। জবাবে ১৯.৫ ওভারে মাত্র ৬৫ রানে অলআউট হয়ে যায় আর্জেন্টিনা। খেলায় যুক্তরাষ্ট্র জয় পায় ৪৫০ রানের বিশাল ব্যবধানে।
আগে ব্যাটিং করতে নেমে শেঠিপালায়াম ও মেহথার উদ্বোধনী জুটিতে ১১৫ রান তুলে যুক্তরাষ্ট্র। শেঠিপালায়াম ৬১ রান করে বিদায় নিলেও সেঞ্চুরি তুলে নিয়েছেন আরেক ওপেনার মেহথা। তার ব্যাট থেকে এসেছে ১৩৬ রান।
সেঞ্চুরি পেয়েছেন তিনে নামা রামেশও। মাত্র ৫৯ বল খেলে ১০০ রান করেছেন অধিনায়ক। এরপর মিডল অর্ডার ব্যাটারদের দুর্দান্ত ব্যাটিংয়ে রেকর্ড সংগ্রহ গড়ে তারা। শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ৫১৫ রান তুলেছে যুক্তরাষ্ট্রের যুবারা।
জবাবে ব্যাট করতে নেমে আরিন নাদকার্নির তোপে মাত্র ৬৫ রানেই গুটিয়ে যায় আর্জেন্টিনা। তাদের মাত্র তিনজন ব্যাটার দুই অঙ্কের রান করতে সমর্থ হয়। থিও ভ্রুগদেনহিল সর্বোচ্চ ১৮ রান করেন। এছাড়া ফেলিপে নেভেস ১৫ ও ইগনাসিও মস্কুয়েরা ১০ রান করেন।
যুক্তরাষ্ট্রের আরিন নাদকার্নি ২১ রান দিয়ে একাই ৬ উইকেট শিকার করেন। এছাড়া আরিয়ান সাতীশ ২টি, আরিয়ান বাত্রা ও পার্থ প্যাটেল ১টি উইকেট শিকার করেন।