মার্কো এঙ্গোলো। মাত্র ২২ বছরের তরুণ প্রতিভাবান এই ফুটবল তারকার জীবনাবসান হলো সড়ক দূর্ঘটনাটায়। ইকুয়েডর জাতীয় দলের এই ফুটবল খেলোয়াড় গত ৭ অক্টোবর সড়ক দূর্ঘটনাটার শিকার হন।
এক মাসেরও বেশি সময় হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে মারা যান গত সোমবার। তার সঙ্গে একই ঘটনায় সতীর্থ কাবেজাসও নিহত হন।
মার্কো দুর্ঘটনার একদিন আগে ৬ অক্টোবরও ফুটবল ম্যাচ খেলেছেন। তিনি ২০২২ সালে প্রথম বারের মতো জাতীয় দলে খেলার সুযোগ লাভ করেন। জাতীয় দলের হয়ে এই ডিফেন্ডার ২টি ম্যাচ খেলেছেন।
তিনি দেশের প্রধান ফুটবল লিগে খেলতেন এলডিইউ কিটো ক্লাবের হয়। যে দলটি লিগের বর্তমান চ্যাম্পিয়ন।
ইকুয়েডরিয়ান ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করে বলেছে, ‘মার্কো ছিল অসাধারণ এক তরুণ তারকা খেলোয়াড়। শুধু তাই নয়, সে দলের সকলের কাছে ছিল খুব প্রিয় ও একজন বন্ধুসুলভ।’
                
              
																
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    


































