• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫, ২ মাঘ ১৪৩০, ১৬ রজব ১৪৪৬

নারীদের খেলা বন্ধ করলে আফগান টেস্ট বাতিল করবে অস্ট্রেলিয়া 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২১, ০৪:৪৭ পিএম
নারীদের খেলা বন্ধ করলে আফগান টেস্ট বাতিল করবে অস্ট্রেলিয়া 

তালেবানের ক্ষমতা দখলের কারণে আফগানিস্তানে মেয়েদের ক্রিকেট খেলা বাধার মুখে পড়েছে। এজন্য বাতিল হতে পারে অস্ট্রেলিয়া-আফগানিস্তান টেস্ট ম্যাচ। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড জানিয়েছে যদি তালেবানরা মেয়েদের ক্রিকেট খেলতে অনুমতি না দেয় তবে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ বাতিল করবে অজিরা।

অস্ট্রেলিয়ান ব্রডকাস্টার এসবিএস একজন তালেবান প্রতিনিধির উদ্ধৃতি দিয়ে বলেছেন যে তিনি মনে করেন তালেবানরা মহিলাদের ক্রিকেট খেলার অনুমতি দিবে না। ক্রিকেট অস্ট্রেলিয়া বলেছে যে ছেলেদের পাশাপাশি মেয়েদের ক্রিকেটও সমানভাবে গুরুত্বপূর্ণ। 

ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, "ক্রিকেটের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি হল যে এটি সবার জন্য একটি খেলা এবং আমরা প্রতিটি স্তরে নারীদের জন্য এই খেলাকে দ্ব্যর্থহীনভাবে সমর্থন করি। যদি গণমাধ্যমের সামনে বলা হয় যে, আফগানিস্তানে মহিলাদের ক্রিকেট খেলতে দেওয়া হবে না। তবে ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে হোবার্টে প্রস্তাবিত টেস্ট ম্যাচের জন্য আফগানিস্তানকে আয়োজক না করা ছাড়া কোনো বিকল্প থাকবে না।"

তালেবানের সাংস্কৃতিক কমিশনের ডেপুটি হেড আহমাদউল্লাহ ওয়াসিকের বরাত দিয়ে এসবিএস বলেছে, "আমি মনে করি না যে মহিলাদের ক্রিকেট খেলার অনুমতি দেওয়া হবে কারণ নারীদের ক্রিকেট খেলা উচিত নয়। ক্রিকেটে, তারা এমন পরিস্থিতির মুখোমুখি হতে পারে যেখানে তাদের মুখ ও শরীর ঢাকা থাকবে না। ইসলাম নারীদের এভাবে দেখতে দেয় না।" 

অস্ট্রেলিয়ার ক্রীড়া মন্ত্রী রিচার্ড কলবেক বিষয়টাকে উদ্বেগজনক বলে জানিয়েছেন।

মন্ত্রী রিচার্ড কলবেক বলেন, "যেকোনো স্তরে মহিলাদের খেলাধুলা থেকে বাদ দেওয়া অগ্রহণযোগ্য।"

তিনি আরও বলেন, "আমরা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সহ আন্তর্জাতিক ক্রীড়া কর্তৃপক্ষকে এই ভয়াবহ রায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানাই।"

অস্ট্রেলিয়ার বিপক্ষে আফগানিস্তানের প্রথম টেস্ট আয়োজন করার কথা ছিল ২৭ নভেম্বর। গত সপ্তাহেও একমাত্র ম্যাচের জন্য পরিকল্পনা ভালভাবে চলছে বলে জানিয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। 

Link copied!