নৌকার পক্ষে মাঠে নামলেন শামীম ওসমান
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) নির্বাচনে নৌকার পক্ষে মাঠে নামার ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান।
সোমবার (১০ জানুয়ারি) নারায়ণগঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
এ কে এম শামীম ওসমান বলেন, “আমি এই কয়দিন চুপ ছিলাম একটা কারণে, যে এটা আমার কাজ না। এখন যেভাবে আমার চুপ থাকাকে কেন্দ্র করে বিভিন্নভাবে ইস্যু তৈরি করা হচ্ছে এবং আমার দলকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা হচ্ছে, সেই কারণে আমি ভাবলাম আমার কথা বলা উচিত। আমি নৌকার পক্ষে এখন পর্যন্ত সেভাবে প্রচারণায় নামিনি। এটাই সত্য। তবে আজকে থেকে সরাসরি নৌকার পক্ষে প্রচারণায় নামলাম।”
এই সাংসদ আরো বলেন, “কে প্রার্থী সেটা আমাদের দেখার বিষয় না। আমাদের দেখার বিষয় একটাই এটা আমার স্বাধীনতার নৌকা, এটা আমার জাতির পিতার নৌকা, এটা আমার শেখ হাসিনার নৌকা, এটা আমার বঙ্গবন্ধুর পরিবারের নৌকা, এটা আমার রক্ত দিয়ে গড়া নৌকা, এটা আমাদের ৪৯ জন লাশের নৌকা, এটা চন্দন শীলের দুই পায়ের বিনিময়ের নৌকা, এটা আমাদের মনির-পাপ্পুর নৌকা। আওয়ামী লীগকে যারা ভালোবাসে, যারা স্বাধীনতার পক্ষের শক্তি তাদের এই নৌকার বাইরের যাওয়ার সুযোগ নেই।”
শামীম ওসমান আরো বলেন, “কোনো দেওয়া-নেওয়ার জন্য আমি রাজনীতি করতে আসিনি, কোনো পদ-পদবি পাওয়ার জন্য আমি রাজনীতি করতে আসিনি। রাজনীতি করতে এসেছি বঙ্গবন্ধুর হত্যার বিচারের দাবিতে, যা হয়ে গেছে। রাজনীতি করতে এসেছিলাম যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে, যা চলমান আছে। এখন রাজনীতি করছি, পরবর্তী প্রজন্মকে জাতির পিতার নেতৃত্বে একটি সুন্দর দেশ দেওয়ার জন্য। যাতে বলতে পারি, আমরা এখন কারো পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে নেই। আমরা নিজের পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে আছি।”