• ঢাকা
  • শনিবার, ১৮ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১,

বুধবার কোথায় কী কর্মসূচি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২২, ০৮:৩৪ এএম
বুধবার কোথায় কী কর্মসূচি

রাজধানীসহ সারাদেশে এখন সরব রয়েছে রাজনৈতিক দলসহ বিভিন্ন সংগঠন। এসব সংগঠন নানা কর্মসূচি পালন করছে দেশজুড়ে। প্রতিদিনের মতো বুধবার (৭ ডিসেম্বর) থাকছে নানা কর্মসূচি। কোথায়, কখন, কোন দলগুলো কী কর্মসূচি পালন করছে এবং মন্ত্রী, প্রতিমন্ত্রীসহ বিশিষ্টজনরা কোথায়, কখন যাচ্ছেন তা জেনে নিন:

প্রধানমন্ত্রীর কর্মসূচি

  • সকাল সাড়ে ৮টায় তেজগাঁও বিমানবন্দর থেকে ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইনানি সৈকতে প্রথমবারের মতো আয়োজিত ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ-২০২২ এ নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশ। এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ওই অনুষ্ঠানে থাকবেন প্রধানমন্ত্রী। 
  •  দুপুর২টা ৫০ মিনিটে শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়াম থেকে বিভিন্ন উন্নয়মূলক প্রকল্প উদ্বোধন করবেন তিনি।
  • বিকেল ৩টা থেকে পৌনে ৫টা পর্যন্ত একই স্টেডিয়ামে কক্সবাজার জেলা আওয়ামী লীগের জনসভায় যোগ দেবেন শেখ হাসিনা। 
  • বিকেল ৫টায় কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা করবেন তিনি। সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকায় পৌঁছবেন।

বিএনপির রাজনৈতিক সংলাপ

  •  ১১টায় নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সঙ্গে সংলাপে বসবে বিএনপি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর নেতৃত্বে একটি প্রতিনিধি দল এ সংলাপে অংশ নেবে।

পরিকল্পনামন্ত্রীর কর্মসূচি

  • দুপুর ১টায় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের সঙ্গে বৈঠক করবেন এডিবির ভাইস প্রেসিডেন্ট। মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বাণিজ্যমন্ত্রীর কর্মসূচি

  • বেলা ১১টায় বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি লেদারটেক বাংলাদেশ-২০২২ উদ্বোধন করবেন।

ঢাকা দক্ষিণ সিটি মেয়রের কর্মসূচি

  • দুপুর সাড়ে ১২টায় বকশীবাজার কেন্দ্রীয় খেলার মাঠের উদ্বোধন শেষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস গণমাধ্যমের সাথে মতবিনিময় করবেন।

মেয়র আতিকুলের কর্মসূচি

  • সকাল সাড়ে ৯টায় কাওলা খালে মশার প্রকোপ নিয়ন্ত্রণে ডিএনসিসির স্বাস্থ্য বিভাগ, বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ ও প্রকৌশল বিভাগের সমন্বয়ে ১০ দিনব্যাপী সমন্বিত মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করবেন মেয়র আতিকুল ইসলাম।

র‌্যাব-৩ এর সংবাদ সম্মেলন

  • বেলা সাড়ে ১১টায় সংবাদ সম্মেলন আয়োজন করেছে র‌্যাব। পরকীয়া প্রেমে বাধা দেয়ায় শাশুড়িকে নৃশংসভাবে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এবং দীর্ঘদিন যাবৎ পলাতক এক দুর্ধর্ষ আসামি বিস্তারিত জানাতে  টিকাটুলিতে র‌্যাব-৩ কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
     
Link copied!