• ঢাকা
  • সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১৩ আশ্বিন ১৪৩২,
  • ৬ রবিউস সানি ১৪৪৭

চলতি মাসের ২৭ দিনে রেমিট্যান্স এসেছে ২.৩৪ বিলিয়ন ডলার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২৫, ০৬:২৫ পিএম
চলতি মাসের ২৭ দিনে রেমিট্যান্স এসেছে ২.৩৪ বিলিয়ন ডলার

প্রবাসী আয়ের ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। চলতি সেপ্টেম্বর মাসের ২৭ দিনেই দেশে এসেছে ২ দশমিক ৩৪ বিলিয়ন মার্কিন ডলার বা ২৩৪ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা ধরে) এর পরিমাণ দাঁড়িয়েছে ২৮ হাজার ৫৭২ কোটি টাকার বেশি।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এ রেমিট্যান্সের মধ্যে— রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকের মাধ্যমে এসেছে ৩৪ কোটি ৬৩ লাখ ২০ হাজার ডলার। বিশেষায়িত ব্যাংকের (কৃষি ব্যাংক) মাধ্যমে ২১ কোটি ৪৩ লাখ ৫০ হাজার ডলার। বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৭৩ কোটি ৬১ লাখ ডলার। বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে ৫৩ লাখ ২০ হাজার ডলার।

গত বছরের তুলনায় প্রবৃদ্ধি

গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ২০৯ কোটি ৪০ লাখ ডলার। সে হিসাবে এবার বেড়েছে প্রায় ২৪ কোটি ৮০ লাখ ডলার।

অর্থবছরের প্রথম প্রান্তিকে সাফল্য

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাই থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত দেশে এসেছে ৭২৪ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স। আগের অর্থবছরের একই সময়ে এসেছিল ৬২৩ কোটি ২০ লাখ ডলার। ফলে প্রবৃদ্ধি দাঁড়িয়েছে প্রায় ১৬ দশমিক ২ শতাংশ।

এর আগে চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে এসেছিল ২৪৭ কোটি ৭৯ লাখ ডলার, আগস্টে এসেছে ২৪২ কোটি ২০ লাখ ডলার।

অতীতের রেকর্ড

গত ২০২৪-২৫ অর্থবছরের মার্চ মাসে এসেছিল রেকর্ড ৩২৯ কোটি ডলার রেমিট্যান্স। পুরো অর্থবছরে প্রবাসী আয় দাঁড়ায় ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ২৬ দশমিক ৮ শতাংশ বেশি।

Link copied!