• ঢাকা
  • সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১৩ আশ্বিন ১৪৩২,
  • ৬ রবিউস সানি ১৪৪৭

৭০০ সিনেমার অভিনেতা ফকিরা কথা বলতে পারেন না, দিন কাটছে ক্যাম্পে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২৫, ০৬:৫৬ পিএম
৭০০ সিনেমার অভিনেতা ফকিরা কথা বলতে পারেন না, দিন কাটছে ক্যাম্পে

ঢাকাই চলচ্চিত্রে দীর্ঘ ক্যারিয়ারে প্রায় ৭০০ সিনেমায় অভিনয় করেছেন ইসমাইল হোসেন ফকিরা। অভিনয় করেছেন কলকাতার ছবিতেও। একসময় এফডিসিতে নিয়মিত যাতায়াত করতেন, সাদা মোটরসাইকেলে ঘুরে বেড়ানো ছিল তার আলাদা পরিচিতি। কিন্তু বর্তমানে তিন দফা স্ট্রোকের পর তিনি প্রায় বাকরুদ্ধ হয়ে পড়েছেন। এখন তার দিন কাটছে রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের ছোট্ট একটি ঘরে।

৬৫ বছর বয়সী এই অভিনেতা প্রায় এক বছর ধরে শয্যাশায়ী। চোখে পানি আসে, মাঝে মাঝে বাচ্চাদের মতো অঙ্গভঙ্গি করেন, তবে মানুষ চিনতে পারেন। শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সনি রহমান সম্প্রতি তাকে দেখতে গিয়ে জানান, ফকিরা ভাই মিশা সওদাগরকে ভিডিও কলে দেখে চিনতে পেরেছিলেন।

আশির দশকে চলচ্চিত্রে অভিষেক হয় ফকিরার। তিনি শুধু খলনায়ক বা পার্শ্বচরিত্রে অভিনয়ই করেননি, ফাইটার হিসেবেও পেয়েছেন খ্যাতি। রাজ্জাক, আলমগীর, সালমান শাহ, রিয়াজ, মান্না থেকে শুরু করে শাকিব খানের মতো নায়কদের সঙ্গে এক পর্দায় ছিলেন তিনি। ফ্যাশনেবল লুক ও উপস্থিতির কারণে ছোট চরিত্রেও দর্শকের কাছে বিশেষভাবে স্মরণীয় হয়ে আছেন।

অভিনয়ে আসার আগে রাজধানীর মোহাম্মদপুরে রেস্তোরাঁ ব্যবসা করতেন তিনি। বর্তমানে স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে জীবনযাপন করছেন। তবে করোনার পর থেকে চলচ্চিত্র থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যান ফকিরা, ফলে চিকিৎসা ও সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে পরিবারকে।

চলচ্চিত্র শিল্পী সমিতি তার শারীরিক অবস্থার কথা বিবেচনা করে আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। শনিবার সংগঠনের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!