• ঢাকা
  • সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১৩ আশ্বিন ১৪৩২,
  • ৬ রবিউস সানি ১৪৪৭

‘লাকি ভাস্কর’ অভিনেত্রীর দিকে চোখ পড়েছে বড় বড় নির্মাতাদের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২৫, ০২:৫৭ পিএম
‘লাকি ভাস্কর’ অভিনেত্রীর দিকে চোখ পড়েছে বড় বড় নির্মাতাদের

দক্ষিণি ইন্ডাস্ট্রিতে একের পর এক সফল ছবি উপহার দিয়ে আলোচনায় এসেছেন অভিনেত্রী মীনাক্ষী চৌধুরী। ‘গোট’, ‘হিট ২’, ‘লাকি ভাস্কর’ এবং ‘সংক্রান্তি বসতুনাম’-এর মতো সিনেমায় অভিনয় করে অল্প সময়েই দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। এবার সেই জনপ্রিয়তাকে পুঁজি করে বলিউডে পা রাখতে চলেছেন এই অভিনেত্রী।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, জনপ্রিয় ‘ফোর্স’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তিতে অভিনয় করছেন মীনাক্ষী। একই সিনেমার মাধ্যমে বিরতি ভেঙে ফিরছেন জন আব্রাহাম। জানা গেছে, ছবিটির রাইটস নিজেই কিনে নিয়েছেন জন এবং গল্পকে নতুনভাবে গড়ে তুলতে পরিচালক ভাব ধুলিয়া ও সৃজনশীল টিমের সঙ্গে কাজ করছেন তিনি।

অডিশনের মাধ্যমে একাধিক অভিনেত্রীর নাম বিবেচনায় এলেও শেষ পর্যন্ত জন ও ভাব দু’জনেই মীনাক্ষীকে বেছে নিয়েছেন। তবে শুধু গ্ল্যামার নয়, এই সিনেমায় তাকে দেখা যাবে পুরোপুরি অ্যাকশন ঘরানার চরিত্রে। এজন্য মীনাক্ষীকে কয়েক মাসের ট্রেনিং ও একাধিক অ্যাকশন ওয়ার্কশপে অংশ নিতে হবে বলে জানিয়েছে প্রযোজনা সূত্র।

আগামী নভেম্বরেই শুরু হবে শুটিং, বর্তমানে চলছে প্রি-প্রোডাকশনের প্রস্তুতি। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ২০২৬ সালে মুক্তি পাবে ‘ফোর্স ৩’।

বলিউডে অভিষেকটা স্মরণীয় করে রাখতে মীনাক্ষীকে ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে বড়সড় আগ্রহ।

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!