২৫ বছর ধরে ঢাকাই সিনেমায় রাজত্ব করছেন মেগাস্টার শাকিব খান। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য সুপারহিট সিনেমা উপহার দেওয়া এই অভিনেতার অবদান ও জনপ্রিয়তাকে স্বীকৃতি জানাতে তাকে দেওয়া হয়েছে বিশেষ সম্মাননা— ‘সিলভার জুবিলি অফ এক্সিলেন্স ইন বাংলা সিনেমা অ্যাওয়ার্ড’।
এই সম্মাননা দিয়েছে দ্য ডেইলি স্টার। গত ৭ সেপ্টেম্বর তাদের আয়োজিত ‘ব্লেন্ডার্স চয়েস–দ্য ডেইলি স্টার ওটিটি ও ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডস’-এ শাকিবকে এ পুরস্কার প্রদান করা হয়। তবে যুক্তরাষ্ট্র সফরে থাকায় সেদিন উপস্থিত থাকতে পারেননি তিনি।
সম্প্রতি দেশে ফিরে দ্য ডেইলি স্টারের কার্যালয়ে গিয়ে ব্যক্তিগতভাবে পুরস্কারটি গ্রহণ করেন শাকিব খান।
পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে আনন্দ ভাগ করে নেন তিনি। ফেসবুকে দেওয়া পোস্টে শাকিব লেখেন—
“চলচ্চিত্রে আমার রজতজয়ন্তী উপলক্ষে এই সম্মাননা আগামী দিনে আরও কঠোর পরিশ্রম করার এবং বাংলা চলচ্চিত্রকে বিশ্বমঞ্চে নিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগাবে। আমার প্রিয় দর্শকদের প্রতি রইল অফুরন্ত ভালোবাসা... আপনাদের সমর্থন ছাড়া কিছুই সম্ভব হতো না! এমন একটি সম্মান দেওয়ার জন্য দ্য ডেইলি স্টারকে জানাই আন্তরিক ধন্যবাদ।”
শাকিব খানের হাতে এ পুরস্কার পৌঁছানোয় শুধু অভিনেতাই নন, তার ভক্তরাও উচ্ছ্বসিত হয়ে শুভেচ্ছা জানিয়েছেন।