সম্প্রতি দ্বিতীয় বিয়ের মাধ্যমে নতুন জীবনের পথচলা শুরু করেছেন জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। ঢাকার অদূরে মাদানী অ্যাভিনিউয়ের মসজিদ আল মুস্তাফায় ঘনিষ্ঠ আত্মীয়-স্বজন ও বন্ধুদের উপস্থিতিতে সম্পন্ন হয় বিয়ের আনুষ্ঠানিকতা।
বিয়ের পর থেকেই ভক্তদের মনে ঘুরছিল এক প্রশ্ন—কেন বিয়ে করলেন ফারিয়া? অবশেষে একটি ভিডিও বার্তায় সেই প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি।
ফারিয়া জানান, তার স্বামী তানজিম তৈয়ব ছোট ছোট বিষয়েও ভীষণ খেয়াল রাখেন, যা তাকে মুগ্ধ করেছে। অভিনেত্রীর ভাষায়—
“কোনো মানুষ অসুবিধায় পড়লে যে ‘তোমার কিছু লাগবে?’—এমন প্রশ্ন করতে পারে, তা আগে কখনো দেখিনি। তিনিই প্রথম আমাকে এই অনুভূতি দিয়েছেন।”
তিনি আরও বলেন, জীবনের একসময় তিনি পুরোপুরি হতাশ ছিলেন। ভেবেছিলেন এ অধ্যায় হয়তো এখানেই শেষ। কিন্তু তানজিমের সঙ্গে পরিচয়ের পর আবারও জীবনে নতুন আলো দেখতে পেয়েছেন।
অন্যদিকে, তানজিম জানান, তিনি বাংলাদেশের বিনোদন জগতের সঙ্গে পরিচিত নন, তাই ফারিয়াকে আগে চিনতেন না। তবে কাছ থেকে জানার পর মনে হয়েছে, তিনি শুধু অভিনেত্রী নন, বরং একজন অসাধারণ মানুষ। তার মতে, “ফারিয়া ডাউন টু আর্থ, বোল্ড, উইটি, প্লেফুল এবং যত্নশীল একজন মানুষ।”
এই ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর দম্পতিকে নিয়ে ভক্তদের উচ্ছ্বাস দেখা গেছে। মন্তব্যের ঘরে তারা ভালোবাসা ও শুভকামনা জানিয়েছেন নবদম্পতিকে।