• ঢাকা
  • সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১৩ আশ্বিন ১৪৩২,
  • ৬ রবিউস সানি ১৪৪৭

খাগড়াছড়িতে গুলিতে ৩ জন নিহত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২৫, ০৮:৩৬ পিএম
খাগড়াছড়িতে গুলিতে ৩ জন নিহত

খাগড়াছড়ির গুইমারায় পাহাড়ি কিশোরী ধর্ষণের প্রতিবাদে অনুষ্ঠিত ‘জুম্ম-ছাত্র জনতা’ আন্দোলন চলাকালীন আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত তিনজন নিহত ও চারজন আহত হয়েছেন। রবিবার দুপুর ১টার দিকে রামেসু বাজার এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হয়নি।

চট্টগ্রাম রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) আহসান হাবিব পলাশ জানিয়েছেন, নিহতদের লাশ খাগড়াছড়ি জেলা হাসপাতালের মর্গে রয়েছে। আহতরা বর্তমানে চিকিৎসাধীন।

সংঘর্ষের পটভূমি

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার থেকে ‘জুম্ম-ছাত্র জনতা’ আন্দোলনকারীরা গুইমারা উপজেলার সড়ক অবরোধ করেন। তারা ১৪৪ ধারা ভঙ্গ করে প্রতিবাদ জানাতে গিয়ে রামেসু বাজারে বাধা সৃষ্টি করেন। দুপুরে সেনা ও পুলিশ তাদের সরে যেতে অনুরোধ করলে উত্তেজনা বৃদ্ধি পায়। একপর্যায়ে দুইপক্ষের মধ্যে সংঘর্ষে উত্তেজনা ছড়িয়ে পড়ে, যা গুলির ঘটনা ও অগ্নিসংযোগে পরিণত হয়।

সংঘর্ষের সময় কমপক্ষে ১১ সেনা সদস্য ও একাধিক নাগরিক আহত হন। পরে অবরোধকারীরা রামেসু বাজারে অগ্নিসংযোগ করে, যার ফলে কয়েকটি দোকান ও বসতঘর পুড়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাতভর নিরাপত্তা বাহিনী মোতায়েন থাকে।

স্থানীয়দের বক্তব্য

স্থানীয় বাসিন্দা মংসাজাই মারমা ও কংজরী মারমা জানান, তারা শান্তিপূর্ণভাবে অবরোধ কর্মসূচি পালন করছিলেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কথাবার্তার এক পর্যায়ে উত্তেজনা সৃষ্টি হয় এবং গুলির ঘটনা ঘটে। এরপর কিছু ব্যক্তি অগ্নিসংযোগে জড়িয়ে পড়েন।

প্রশাসনের পদক্ষেপ

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এনামুল হক চৌধুরী বলেন, পরিস্থিতি এখনও উত্তপ্ত। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল জানান, সকল পর্যটক নিরাপদে সরিয়ে নিয়ে আসা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

পেছনের প্রেক্ষাপট

ঘটনার সূত্রপাত গত মঙ্গলবার রাতে, যখন পাহাড়ি এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠে। শনিবার সকাল থেকে সড়কে টায়ার জ্বালিয়ে, গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ শুরু হয়। এতে চট্টগ্রাম-খাগড়াছড়ি ও খাগড়াছড়ি-রাঙামাটি সড়কে চলাচল বন্ধ থাকে। পরে জেলা প্রশাসন পরিস্থিতি বিবেচনা করে ১৪৪ ধারা জারি করে।

Link copied!