• ঢাকা
  • সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১৩ আশ্বিন ১৪৩২,
  • ৬ রবিউস সানি ১৪৪৭

বিয়ে, ক্যারিয়ার ও নাটক নিয়ে খোলামেলা কথা বললেন নাজনীন নীহা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২৫, ০৫:২৫ পিএম
বিয়ে, ক্যারিয়ার ও নাটক নিয়ে খোলামেলা কথা বললেন নাজনীন নীহা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী নাজনীন নীহা এক সাক্ষাৎকারে খুলে বললেন বিয়ে নিয়ে নিজের ভাবনা, অভিনয় ক্যারিয়ারের চ্যালেঞ্জ এবং সাম্প্রতিক আলোচিত নাটক ‘সহযাত্রী’ নিয়ে দর্শকের প্রতিক্রিয়া।

নীহার মতে, বিয়ে অনেকটা ভাগ্যের ব্যাপার। তবে জীবনসঙ্গীর মধ্যে কিছু গুণ অবশ্যই থাকা জরুরি। তিনি বলেন—লয়্যাল থাকতে হবে, শ্রদ্ধা করতে হবে, সম্পর্কে সম্মান থাকতে হবে। আর অবশ্যই ভালো মানুষ হতে হবে।

অভিনয়ের পথটাকে এখনো সহজ মনে হয় না নীহার কাছে। তার ভাষায়— এখনো অনেক কিছু শেখার বাকি। অর্ধেকও শিখিনি। যত মানুষ ভালোবাসবে, দায়িত্বও তত বাড়বে। সামনে আরও ভালো কাজ করতে চাই, নিজেকে ভালোভাবে উপস্থাপন করার চেষ্টা করব।

সম্প্রতি আলোচনায় এসেছে নীহার অভিনীত নাটক ‘সহযাত্রী’। এতে বিয়ে ও সম্পর্কের টানাপোড়েনকে বাস্তবধর্মীভাবে তুলে ধরা হয়েছে। নীহার মতে— প্রেমে আমরা একে অপরের জন্য ত্যাগ করি, কিন্তু বিয়ের পর অনেক কিছু টেকেন ফর গ্র্যান্টেড হয়ে যায়। ছোটখাটো বিষয় থেকেও ডিভোর্স হয়। আমরা নাটকের মাধ্যমে বলতে চেয়েছি, ডিভোর্স কোনো সমাধান নয়, চাইলে সমস্যার সুন্দর সমাধান সম্ভব।

তিনি জানান, নাটকটি দর্শক ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। অনেকে নিজেদের ব্যক্তিগত জীবনের সঙ্গে মিল খুঁজে পেয়েছেন। পাশাপাশি জোভান ও রাজ ভাইয়ের সঙ্গে কাজ করায় দর্শকরা জুটিটিকে পছন্দ করেছেন বলেও উল্লেখ করেন নীহা।

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!