• ঢাকা
  • বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

‘ধর্ষণ মামলায় মিলবে না জামিন, ১৫ দিনেই হবে তদন্ত’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ৯, ২০২৫, ০৪:০৩ পিএম
‘ধর্ষণ মামলায় মিলবে না জামিন, ১৫ দিনেই হবে তদন্ত’
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। ছবি : সংগৃহীত

ধর্ষণ মামলায় অভিযুক্তরা জামিন পাবেন না বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি বলেছেন, “ধর্ষণ মামলায় অভিযুক্তদের জামিন দেওয়া যাবে না। এ ছাড়া ধর্ষণ মামলায় ৩০ দিনের পরিবর্তে এখন থেকে ১৫ দিনের মধ্যে তদন্ত কাজ শেষ করতে হবে।”

রোববার (৯ মার্চ) আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

আসিফ নজরুল বলেন, “নারী সহিংসতা প্রতিরোধে এসব সিদ্ধান্তের আলোকে কয়েকদিনের মধ্যেই আইন সংশোধন করা হবে।”

 

আইন উপদেষ্টা বলেন, “ধর্ষণ মামলার বিচারকাজ আমরা দ্রুততম সময়ে শেষ করতে চাই। এ জন্য ৯০ দিনের মধ্যে ধর্ষণ মামলার বিচার কাজ শেষ করতে হবে। এক্ষেত্রে বিচারক মনে করলে মেডিকেল সার্টিফিকেটের ভিত্তিতেই বিচার করতে পারবেন।”

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!