বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ বলেছেন, শিগগিরই সরকারের বিদায় নিশ্চিত করা হবে।
পিলখানায় বিডিআর বিদ্রোহে শহীদদের স্মরণে রোববার (২৬ ফেব্রুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিএনপির আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
খন্দকার মোশাররফ বলেন, “আপনারা পত্রিকা খুললে দেখতে পারবেন, সরকার কীভাবে নির্যাতন চালাচ্ছে। চলমান আমাদের এই আন্দোলনে সাধারণ মানুষের উপস্থিতি বাড়ছে তাতে আর বেশি দিন টিকবে না।”
পিলখানা হত্যাকাণ্ডের বিচার নিয়ে তিনি বলেন, “২০১৮ সালের মতো আরেকটি নির্বাচন করতে চায় সরকার। সরকার নিরপেক্ষ ভোট করতে ভয় পায়। কারণ তারা জানে, তারা সরকার থেকে সরে গেলে বিডিআর বিদ্রোহের সঙ্গে জড়িতের বিচারের মুখোমুখি হতে হবে।”