বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করে জানান, মির্জা ফখরুল সকালে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আসেন। বেলা সাড়ে ১১টার দিকে তিনি হঠাৎ অসুস্থ বোধ করছিলেন। শ্বাস নিতে তার খুব কষ্ট হচ্ছিল। দ্রুত তাকে গুলশানের ইউনাইটেড হাসাপাতালে নেওয়া হয়।
এর আগে এক সপ্তাহ চিকিৎসা শেষে ১৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় মির্জা ফখরুল ইসলাম সিঙ্গাপুর থেকে দেশে ফেরেন। ৯ ফেব্রুয়ারি রাতে চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান তিনি। সঙ্গে স্ত্রী রাহাত আরা বেগমও ছিলেন।
কয়েক বছর আগে মির্জা ফখরুল ইসলামের ঘাড়ে ইন্টারনাল ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়ে। এ ছাড়া তার গলার ধমনিতে রক্ত চলাচলেও জটিলতা সৃষ্টি হয়েছিল। সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে তাঁর চিকিৎসা হয়। তাঁকে চিকিৎসার ফলোআপের জন্য সিঙ্গাপুরের ওই হাসপাতালে যেতে হয়।