মহান বিজয় দিবসের ৫১তম বছরে বাঙালি শ্রদ্ধা ও ফুলেল পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে স্মরণ করেছে জাতির সেই আত্মত্যাগী সন্তানদের। যাদের রক্তে রঞ্জিত হয়ে অর্জিত হয়েছে একটি মানচিত্র। জাতি পেয়েছে একটি দেশ। পরাধীনতার শিকল ভেঙে বাংলার আকাশে বিজয় সূর্য উদয় হয় আরও রক্তিম হয়ে। জাতির সেই শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করেছে আপামর জনতা। লাল সবুজের পতাকা আর রং-বেরংয়ের ফুল, হৃদয়ে গভীর শ্রদ্ধা আর ভালোবাসা নিয়ে মানুষের ঢল নামে সাভারের জাতীয় স্মৃতিসৌধে।
শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদীতে একাত্তরের বীর সন্তানদের স্মরণ করে ফুলেল শ্রদ্ধা জানাতে আসেন লাখো মানুষ। এর আগে ৬টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাষ্ট্রপতি আবদুল হামিদ বীর সন্তানদের প্রতি ফুলের পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় তিন বাহিনীর এক সুসজ্জিত দল রাষ্ট্রীয় কায়দায় সালাম জানায়। বিউগলে বাজানো হয় করুণ সুর। বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি নীরবে কিছু সময় দাঁড়িয়ে থাকেন।
এরপরে জাতীয় সংসদের স্পিকার, মন্ত্রী পরিষদের সদস্য, সংসদ সদস্য, বীরশ্রেষ্ঠ পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধারা শহীদের শ্রদ্ধা ভরে স্মরণ করেন। এছাড়া আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন, স্কুল-কলেজের শিক্ষার্থীসহ হাজারো মানুষের ঢল নামে স্মৃতিসৌধে।