• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ১০ আশ্বিন ১৪৩২,
  • ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

বাংলাদেশে চাল রপ্তানিতে নতুন শর্ত দিল ভারত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২৫, ০৯:০২ পিএম
বাংলাদেশে চাল রপ্তানিতে নতুন শর্ত দিল ভারত
ছবি : সংগৃহীত

বাংলাদেশে চাল রপ্তানির ক্ষেত্রে নতুন নিয়ম জারি করেছে ভারত। এখন থেকে চাল রপ্তানিতে সে দেশের কৃষি ও খাদ্যপণ্য রপ্তানি উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি নিবন্ধন করতে হবে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) ভারতের বৈদেশিক বাণিজ্য শাখা এ-সংক্রান্ত একটি নির্দেশনা জরি করেছে। যেসব চাল আমদানির ঋণপত্রের বিপরিতে টেন্ডার করা হয়েছে বা রপ্তানির অনুমতি হয়ে গেছে সেগুলো ছাড়া, নতুন করে যেসব ঋণপত্র খোলা হবে সে ক্ষেত্রে এই নির্দেশনা কার্যকর হবে বলে জানিয়েছেন হিলি স্থলবন্দরের আমদানিকারকরা। 

ভারত সরকারের নতুন নীতিমালার কারণে দেশে চাল আমদানির গতি বাধাগ্রস্ত হবে, পাশাপাশি সময়ও বেশি লাগবে বলে মনে করেন ব্যবসায়ীরা। এ ছাড়া আগের তুলনায় আমদানি খরচ বাড়বে বলেও জানান তারা।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!