একসময়ের আলোচিত-সমালোচিত মডেল ও অভিনেত্রী নায়লা নাঈম সামাজিক যোগাযোগমাধ্যমে লাগামছাড়া আর্থিক কষ্ট ও ব্যক্তিগত অনুরোধের ভিড়ে হতাশা প্রকাশ করে এক খোলামেলা পোস্ট করেছেন। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি প্রশ্ন তুলেছেন—“আমি কি কেনিয়াতে সোনার খনি?”—যার মাধ্যমে তিনি বারবার ট্যাগ বা অনুরোধ পাঠানো এবং আর্থিক সাহায্যের ওপর কষ্টের কথা জানিয়েছেন।
পোস্টে নায়লা লিখেছেন, তিনি বারবার অনুরোধ পান—ফেসবুক ইনবক্স থেকে শুরু করে রাস্তায় দাঁড়ালে পাশে এসে হাত পাতা পর্যন্ত। তিনি বলেন, “নিজের বাসার এবং বাহিরের কুত্তা বিলাই খাওয়াইতে খাওয়াইতে আমার জান শেষ... দিনশেষে নিজের পকেটে ৫ টাকা থাকে না। নিজে খরচ চালাতে হিমশিম খেয়ে যাই!!” পাশাপাশি তিনি ঢাকায় বসবাসের উচ্চ ব্যয়ও স্মরণ করেছেন।
তিনি আরও জানান, পার্লারের কর্মী থেকে পাশের বাড়ির আন্টি—প্রায় সবাই তাকে বারবার আর্থিক সাহায্যের অনুরোধ করছে; কখনও এমনভাবে দাবি আসে যে সরাসরি না বলা সম্ভব হয় না। নায়লা প্রশ্ন করেছেন, “টাকা টাকা টাকা... কই পাবো এত টাকা? আমি কার কাছে হাত পাতবো?” এবং ভক্ত ও অনুসারীদেরও পরামর্শ চেয়েছেন।
নায়লা নাঈমের এই ইচ্ছে-ভরা এবং অস্বস্তিকর অভিব্যক্তি সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে—কিছু ব্যবহারকারী সমব্যথা প্রকাশ করেছেন, আবার অনেকে প্রতিটি ব্যক্তির ব্যক্তিগত সীমার কথা মনে করিয়ে দিয়ে সহমর্মিতা দেখিয়েছেন।
এদিকে নায়লার পোস্টটি মিডিয়ায় ও অনলাইন প্ল্যাটফর্মে আলোচনার বিষয় হয়েছে—কারণ এটি শুধুই ব্যক্তিগত আর্থিক কষাঘাত নয়, বরং সেলিব্রিটি হওয়ার সঙ্গে জড়িত জনজীবন, প্রত্যাশা ও ভুল বোঝাবুঝির একটি বাস্তব চিত্রও ফুটে উঠেছে।