• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

ছয় জেলায় বজ্রপাতে ৮ জনের মৃত্যু


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৩, ০৯:২৬ পিএম
ছয় জেলায় বজ্রপাতে ৮ জনের মৃত্যু

দেশের ছয় জেলায় বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকেলে বজ্রপাতে আটজনের মৃত্যু হয়েছে। জেলা প্রতিনিধিদের পাঠানো খবর–

ঝিনাইদহ :
ঝিনাইদহে মাঠে কাজ করা অবস্থায় বজ্রপাতে সুজন মণ্ডল (৩০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে মধুহাটি ইউনিয়নের কুবিরখালী পূর্ব মাঠে এ ঘটনা ঘটে।

সুজন সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের কুবিরখালী গ্রামের রমিজ উদ্দিন মণ্ডলের ছেলে।

এলাকাবাসী জানান, দুপুরের পরপরই ঝিনাইদহে কালবৈশাখী ঝড় শুরু হয়। সুজন আকাশে মেঘ দেখে বাড়ি থেকে পলিথিন নিয়ে কুবিরখালী পূর্ব মাঠে শুকনা কাটা ধান ঢেকতে যায়। সেসময় বজ্রপাতে কৃষক সুজন ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পরিবারের লোকজন ও এলাকাবাসী মাঠ থেকে মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

স্থানীয় বাজার গোপালপুর ক্যাম্পের সেকেন্ড অফিসার সহকারী উপপরিদর্শক (এএসআই) বদর উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সুজন বজ্রপাতে মারা গেছে। এ ব্যাপারে সদর থানায় একটি অপমৃত্যু মামলা হবে।

সাতক্ষীরা :

সাতক্ষীরায় বজ্রপাতে আব্দুল্লাহ মোল্যা (৩৪) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার বিহারীনগর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল্লাহ মোল্যা ওই গ্রামের মৃত অহেদ বকসের ছেলে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, বিহারীনগর গ্রামের আব্দুল্লাহ মোল্যা ধান তোলার কাজে ব্যস্ত ছিলেন। হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হলে তিনি বাড়ি ফিরে আসেন। এ সময় উঠানে পৌঁছানো মাত্রই বজ্রপাতে আব্দুল্লাহ গুরুতর আহত হন। কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়।

যশোর :
যশোরের শার্শায় মাঠ থেকে ধান তোলার সময় বজ্রপাতে আজিজুল ইসলাম (৩৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার কায়বা গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। আজিজুল ইসলাম ওই গ্রামের মৃত কামাল সরদার কিনুর ছেলে।

স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম জানান, আজিজুলসহ কয়েকজন কৃষক মাঠে ধান গোছানো অবস্থায় বজ্রপাত হয়। এতে আজিজুল অজ্ঞান হয়ে পড়ে যান। পাশে থাকা তার ভাই দেখে চিৎকার দেন। তখন স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে দ্রুত বাগআঁচড়ার জোহরা মেডিকেল সেন্টারে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আজিজুলকে মৃত ঘোষণা করেন।

জোহরা ক্লিনিকের চিকিৎসক হাবিবুর রহমান হাবিব বলেন, ক্লিনিকে নিয়ে আসার আগেই আজিজুলের মৃত্যু হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ :

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আমবাগানে কাজ করার সময় বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। এরা হলেন শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের গোপালনগর গ্রামের মো. আব্দুল কাদেরের ছেলে মো. শাহিন (২০) ও একই ইউনিয়নের শরৎনগর গ্রামের মো. হারুন আলীর ছেলে মো. অসিম (১৪)।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহমেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আমবাগানে কাজ করার সময় ঝড়বৃষ্টির সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

মেহেরপুর : 
মুজিবনগর উপজেলায় বজ্রপাতে শাহাবুদ্দিন (৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। কৃষক শাহাবুদ্দিন দারিয়াপুর গ্রামের স্কুল পাড়ার মৃত আলীমুদ্দীনের ছেলে। বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল।

রাজবাড়ী :

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় মাঠে করলা তোলার সময় বজ্রপাতে সাইদুল মৃধা (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত সাইদুল উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের খালেক মৃধা পাড়ার মো. জামাল মৃধার ছেলে।

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. শরিফুল ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই সাইদুলের মৃত্যু হয়।

Link copied!