জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে জোট হওয়ার ব্যাপারে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। শুক্রবার বিকেলে সমসাময়িক বিষয় নিয়ে গুলশানের বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি জানান, এ ব্যাপারে নিশ্চিত হয়নি দল।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘এনসিপির সাথে রাজনৈতিক যোগাযোগ রয়েছে, তবে জোট হবে কি না, সেটি এখনো নিশ্চিত নয়।’
চলতি মাসেই কমপক্ষে ২০০ আসনে দল থেকে সবুজ সংকেত দেওয়া হবে বলে জানান সালাহউদ্দিন।





























