দেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি চিরতরে বিশ্বাস উইঠা গেল: মৌসুমী হামিদ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২৫, ১১:১০ এএম
দেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি চিরতরে বিশ্বাস উইঠা গেল: মৌসুমী হামিদ

জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ সম্প্রতি ফেসবুকে শোক ও হতাশা প্রকাশ করেছেন। তার একটি পোস্টে তিনি জানান, তার চাচা মারা গেছেন। ছবিতে অভিনেত্রীকে চাচার সঙ্গে দেখা গেছে।

পোস্টে মৌসুমী লিখেছেন, “সুস্থ মানুষটারে মাটি দিয়া আসলাম। আমার রক স্টার এখন আকাশের তারা হয়ে গেল। আত্মার শান্তি কামনা করি কাকু। তোমার হাসি মাখা চেহারাটা সারা জীবন মনে থাকবে। তুমি ভালো থাকো। আমিও হয়তো শিগগিরই আসব। আমরা একসঙ্গে আবার চিল করব কাকু।”

কিন্তু পোস্টের শেষাংশে অভিনেত্রী দেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ে গভীর হতাশা প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, “এই দেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি চিরতরে বিশ্বাস উইঠা গেল। চিরতরে।”

মৌসুমীর এই শোকজনক পোস্টে অভিনেতা রওনক হাসান, আহসান হাবিব নাসিমসহ আরও অনেকেই শোক প্রকাশ করেছেন এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন।

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!