ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান এবার ছেলেকে সঙ্গে নিয়ে পালন করলেন ঐতিহ্যবাহী উৎসব ভাইফোঁটা। দুর্গাপূজো থেকে বিজয়া দশমীর সিঁদুর খেলায় অংশ নেওয়ার পর এবার ছেলে ঈশানের জীবনে যোগ হলো এই আনন্দঘন উৎসবের নতুন অভিজ্ঞতা।
ভারতীয় গণমাধ্যম জানায়, নুসরতের একমাত্র ছেলে ঈশানের বয়স প্রায় পাঁচ বছর। এই বছরই প্রথমবারের মতো এক দিদির কাছ থেকে ভাইফোঁটা নিয়েছে সে। যদিও উৎসবের মর্ম এখনো পুরোপুরি বোঝার মতো বয়স হয়নি, তবুও আনন্দে ভরে উঠেছিল ছোট্ট ঈশানের দিনটি।
সাংবাদিকদের প্রশ্নে নুসরাত বলেন, “আমার সঙ্গে কাজ করেন অমিত জি, তার মেয়ে আমার ছেলেকে ফোঁটা দিতে এসেছিল। এই বছরই প্রথম দিদির কাছ থেকে ফোঁটা নিল ঈশান।”
হাসতে হাসতে তিনি আরও বলেন, “এখন তো ও খুব ছোট। ফোঁটা নিয়েছে, মিষ্টি খেয়েছে, কিন্তু গিফট দেওয়ার বেলায় পালিয়ে গেছে! শেষমেশ গিফটটা আমাকেই দিতে হয়েছে। তবে এইভাবেই আমাদের নতুন প্রজন্মকে এসব ঐতিহ্যের গুরুত্ব শেখাতে হবে।”
সম্প্রতি মুক্তি পাওয়া ‘রক্তবীজ ২’ সিনেমার ‘অর্ডার ছাড়া বর্ডার ক্রস করতে যেও না’ গানটিতে নুসরতের নাচ দর্শকপ্রিয়তা পেয়েছে দারুণভাবে। সেই সাফল্যের রেশ কাটতে না কাটতেই নিজের ঘরোয়া জীবনে ছেলের প্রথম ভাইফোঁটার মুহূর্তকে ভালোবাসা আর আনন্দে ভরিয়ে তুললেন এই তারকা মা।



































