• ঢাকা
  • শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ২ কার্তিক ১৪৩২, ২৭ রবিউস সানি ১৪৪৭

নেতানিয়াহুকে ফোন করে ইসরায়েলের প্রতি সমর্থন জানিয়েছেন শান্তিতে নোবেলজয়ী মাচাদো


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৫, ০৮:১৫ পিএম
নেতানিয়াহুকে ফোন করে ইসরায়েলের প্রতি সমর্থন জানিয়েছেন শান্তিতে নোবেলজয়ী মাচাদো

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় শুক্রবার জানিয়েছে যে, ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেত্রী এবং সদ্য নোবেল শান্তি পুরস্কার জয়ী মারিয়া কোরিনা মাচাদো নেতানিয়াহুকে ফোন করে ইসরায়েলের প্রতি তাঁর সমর্থন জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়েছে, মাচাদো গাজায় যুদ্ধবিরতি চুক্তির অধীনে ইসরায়েলি জিম্মিদের মুক্তির ঘটনাকে স্বাগত জানান। এছাড়া, তিনি ইরানের বিরুদ্ধে ইসরায়েলের প্রচেষ্টারও প্রশংসা করেন। তিনি ইরানকে উভয় দেশের (ইসরায়েল ও ভেনেজুয়েলা) জন্য হুমকি হিসেবে বর্ণনা করেন।

অন্যদিকে, নেতানিয়াহু মাচাদোকে তাঁর নোবেল জয়ের জন্য অভিনন্দন জানান এবং গণতন্ত্র ও শান্তি প্রচারে তাঁর প্রচেষ্টার প্রশংসা করেন।

মাচাদো এর আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, যদি তাঁর আন্দোলন ক্ষমতায় আসে, তাহলে তিনি ইসরায়েলে ভেনেজুয়েলার দূতাবাস জেরুজালেমে সরিয়ে নেবেন।

তথ্যসূত্র: রয়টার্স

Link copied!