নতুন করে মওদুদী ও জিয়াবাদ প্রতিষ্ঠার চেষ্টা চলছে: নাসীরুদ্দীন পাটওয়ারী


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২৫, ০৯:২৫ পিএম
নতুন করে মওদুদী ও জিয়াবাদ প্রতিষ্ঠার চেষ্টা চলছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

দেশে আবারও মওদুদী ও জিয়াবাদের রাজনীতি প্রতিষ্ঠার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, অতীতে বিএনপি সবসময় জিয়াউর রহমান ও জামায়াত ইসলামী নেতা সাইয়েদ আবুল আলা মওদুদীর আদর্শকে অনুসরণ করে রাজনীতি করেছে। তবে ভবিষ্যতে এ ধরনের রাজনীতি চলবে না।

শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত দলের ঢাকা জেলা ও দুই মহানগর শাখার সমন্বয় সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে। রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন নয়, আইনটি হবে ড. ইউনূসের স্বাক্ষরে। কারণ মোহাম্মদ সাহাবুদ্দিন শেখ হাসিনার দোসর।”

তিনি আরও বলেন, “অনেকে নতুন করে বাহাত্তরের সংবিধান ফিরিয়ে আনার চেষ্টা করছেন। যারা এ প্রয়াস চালাবেন, তাদের পরিণতি শেখ হাসিনার মতোই হবে।”

এনসিপির এই নেতা বলেন, “আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে নির্বাচন করতে দেওয়া যাবে না। সংসদে তাদের প্রতিনিধিত্বও থাকা উচিত নয়। যারা সংস্কার প্রক্রিয়া এগিয়ে নেবে, জনগণ তাদেরই বেছে নেবে।”

তিনি আরও বলেন, “হাসিনাসহ খুনিদের বিচারে অন্তর্বর্তী সরকার পিছু হটলে জনগণ ক্ষমা করবে না।”

ডাকসুর ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, “বর্তমান প্রতিনিধিরা কোনও সমস্যার সমাধান করছে না। তারা জামায়াতের আদর্শ প্রতিষ্ঠার চেষ্টা করছে। কিন্তু ছাত্ররা আপনাদের নিয়োগ দিয়েছে, জামায়াত নয়— তাই শিক্ষার্থীদের বিপক্ষে গেলে তারাই আপনাদের নামিয়ে দেবে।”

সেনা কর্মকর্তা ও নিরাপত্তা বাহিনীর ভূমিকা নিয়েও মন্তব্য করেন তিনি। বলেন, “সেনা কর্মকর্তাদের বিচারে বৈষম্য করা হয়েছে। তাদের অন্য আসামিদের মতো আদালতে আনতে হবে। ইলিয়াস আলীসহ অসংখ্য গুমের ঘটনায় দায়ীদের বিচার করতে হবে। ডিজিএফআইকে সংস্কার করতে হবে। নির্বাচনে তারা যদি ইঞ্জিনিয়ারিং করতে চায়, এনসিপি তা রুখে দেবে।”

তিনি শেষ পর্যন্ত নির্বাচন কমিশনের শাপলা প্রতীক প্রসঙ্গে নীরব অবস্থানেরও সমালোচনা করেন।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!