চলচ্চিত্র অভিনেত্রী ইয়ামিন হক ববি সম্প্রতি ফাঁস হওয়া অডিও নিয়ে প্রকাশ্যেই নিজের অবস্থান স্পষ্ট করেছেন। অডিওতে দেখা যায়, ববি এবং ব্যবসায়ী ও চলচ্চিত্র প্রযোজক মির্জা আবুল বাশারের কথোপকথন।
এক সাক্ষাতকারে ববি জানান, “এই কথোপকথন দুই–তিন বছর আগের। বিভিন্ন সময়ের বার্তাগুলো জোড়াতালি দিয়ে সাজানো হয়েছে। এগুলো দিয়ে যে কোনো ধরনের ভুল বোঝাবুঝি তৈরি করা হয়েছে।”
ববি জানান, ফাঁস হওয়া অডিওতে মির্জা আবুল বাশারের সঙ্গে তার সম্পর্ক প্রেমমূলক নয়। আমাদের সম্পর্ক এখন একদম স্বাভাবিক, কোনো রকম প্রেমের সম্পর্ক নেই। আমি এখন মূলত আমার সিনেমার কাজ নিয়ে ব্যস্ত।
অডিও ফাঁসের বিষয়টি প্রসঙ্গে ববি আরও বলেন, “কেউ হয়তো অহেতুক ঝামেলা তৈরি করতে ফেসবুকে এসব প্রকাশ করেছে।”
চলচ্চিত্র প্রেক্ষাপটে, ববি বর্তমানে ‘তছনছ’ ছবির শুটিং করছেন, যার পরিচালক বদিউল আলম। এর আগে তিনি ‘বউ’ শিরোনামের ছবিতে কাজ করেছেন, এবং ‘মাস্টারমাইন্ড’ ছবির প্রি-প্রোডাকশনও হয়েছে। তবে ‘মাস্টারমাইন্ড’-এর বিষয়ে এখন সংশ্লিষ্ট সবাই চুপচাপ।
এম
































