ডন আমাকে হুমকি দিয়েছে: সালমান শাহ’র মা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২৫, ১০:১২ এএম
ডন আমাকে হুমকি দিয়েছে: সালমান শাহ’র মা

ঢালিউডের ক্ষণজন্মা অভিনেতা সালমান শাহ-এর অকালমৃত্যুর রহস্য এবার হত্যা মামলায় রূপ নিয়েছে। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়েছিল। দীর্ঘদিন ধরে বিষয়টি আত্মহত্যা হিসেবে দেখানো হলেও আদালত ২৯ বছর পর হত্যা মামলা করার নির্দেশ দিয়েছেন।

সালমান শাহের মৃত্যুর ঘটনায় পিবিআই পূর্বে জানিয়েছিল, এটি আত্মহত্যা। কিন্তু ২০২১ সালে সালমান শাহের মা নীলা চৌধুরী জানিয়েছিলেন, তদন্ত নিরপেক্ষ হয়নি। মামলায় ১১ জন আসামি রয়েছে এবং তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি হয়েছে।

লন্ডন থেকে সাক্ষাৎকারে নীলা চৌধুরী বলেন, “আমার ছেলে আত্মহত্যা করার মতো ছেলে ছিল না। খুনের চিহ্ন এবং আত্মহত্যার চিহ্ন আলাদা। প্রমাণও ছিল। এটি পরিকল্পিত খুন।” তিনি উল্লেখ করেন, ঘটনার সঙ্গে যুক্তরা চিটাগং থেকে লোক এনেছিল এবং অন্যান্যদের সঙ্গে মিলে তার ছেলে ইমনকে হত্যা করেছে।

নীলা চৌধুরী বলেন, “২৯ বছর ধরে আমি অনেক কটূক্তি শুনেছি। আমাকে, আমার ছেলেকে দায়ী করা হয়েছে, হুমকি দেওয়া হয়েছে। তবে আদালতের নির্দেশ আমাকে মানসিকভাবে শান্তি দিয়েছে। দীর্ঘদিন পর ভরসার জায়গা তৈরি হলো।”

তিনি আশা প্রকাশ করেন, “এবার অবশেষে ন্যায়বিচার পাব। যারা এতদিন হুমকি দিয়েছে, তাদেরও বিচার হবে।”

নীলা চৌধুরীর কথায় স্পষ্ট, ২৯ বছর ধরে লড়াই করার পর অবশেষে এক মা হিসেবে শান্তির নিশ্বাস নিতে পারছি, কারণ তার বিশ্বাস আছে—আইনের সাহায্যে তার ছেলে হত্যার ন্যায়বিচার হবে।

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!