নির্বাচন সংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের প্রস্তাবিত খসড়া নিয়ে আপত্তি জানিয়েছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, খসড়ায় কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের বিষয়ে বিএনপির মতামত উপেক্ষা করা হয়েছে। এ কারণে শিগগিরই সরকার ও নির্বাচন কমিশনের কাছে লিখিতভাবে মতামত পাঠাবে দলটি।
শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।
সম্প্রতি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ আরপিও (সংশোধন) অধ্যাদেশের খসড়া অনুমোদন করেছে। এতে বলা হয়েছে— কোনো রাজনৈতিক দল জোটগতভাবে নির্বাচনে অংশ নিলেও, প্রার্থীকে নিজ দলের প্রতীকে ভোট করতে হবে। এই বিধানই মূলত বিএনপির আপত্তির কারণ।
সালাহউদ্দিন আহমেদ বলেন, “নির্বাচন সংস্কার কমিশনের সঙ্গে আলোচনা চলাকালে আমরা সবাই নির্বাচনী ব্যবস্থায় সংস্কারের বিষয়ে কিছু নীতিগত ঐক্যমত্যে পৌঁছেছিলাম। কিন্তু যে খসড়াটি নির্বাচন কমিশন আইন মন্ত্রণালয়ের মাধ্যমে পাঠিয়েছে, সেখানে এমন কিছু পরিবর্তন আনা হয়েছে, যার সঙ্গে আমাদের কোনো সম্মতি নেই।”
তিনি মনে করেন, জোটবদ্ধ নির্বাচনে প্রার্থীদের নিজ দলের প্রতীকে ভোট বাধ্যতামূলক করা হলে ছোট রাজনৈতিক দলগুলো জোট গঠনে নিরুৎসাহিত হবে। “এতে সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ ব্যাহত হতে পারে,” মন্তব্য করেন বিএনপির এই নেতা।
তিনি আরও বলেন, “অধ্যাদেশের বেশ কিছু প্রস্তাবের সঙ্গে আমরা একমত হলেও, প্রতীকের বিষয়ে আমরা কোনো সময় সম্মতি দিইনি। এটা গণতান্ত্রিক রাজনীতি ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে পুনর্বিবেচনা করা জরুরি।”
সালাহউদ্দিন আহমেদ জানান, বিএনপি খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশন ও আইন উপদেষ্টার কাছে চিঠি পাঠিয়ে আরপিও খসড়ার বিতর্কিত অংশে পরিবর্তনের দাবি জানাবে।
































