• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

কালো পতাকা মিছিলের রুট জানাল বিএনপি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ২৩, ২০২৩, ০৭:৪০ পিএম
কালো পতাকা মিছিলের রুট জানাল বিএনপি

সরকার পদত্যাগের এক দফা দাবিতে শুক্রবার (২৫ আগস্ট) রাজধানীতে যে দুটি কালো পতাকা মিছিল করবে তার রুট জানিয়েছে বিএনপি।

বুধবার (২৩ আগস্ট) দুপুরে ঢাকা মেট্রোপলিটন (ডিএমপি) পুলিশ কমিশনারের কাছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির পক্ষ থেকে পৃথক দুটি চিঠি দিয়ে এই রুটে মিছিল করার অনুমতি চাওয়া হয়।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটির (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) সদস্য এ বি এম এ রাজ্জাক স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়, তাদের কমিটির উদ্যোগে কালো পতাকা মিছিলটি শ্যামলী স্কয়ার-রিংরোড-শিয়া মসজিদ-তাজমহল রোড-নুরজাহান রোড-মোহাম্মদপুর বাসস্ট্যান্ড হয়ে বছিলা চৌরাস্তায় গিয়ে শেষ হবে।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) সদস্য সাইদুর রহমান মিন্টু স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়, তাদের কমিটির উদ্যোগে কালো পতাকা মিছিলটি নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে আরামবাগ-মতিঝিল-শাপলা চত্বর-ইত্তেফাক মোড়-রাজধানী মার্কেট মোড় হয়ে নারিন্দা পর্যন্ত গিয়ে শেষ হবে।  

উভয় চিঠিতে গণমিছিলের অনুমতি ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ডিএমপি কমিশনারকে অনুরোধ জানানো হয়েছে।  

দুটি কালো পতাকা মিছিলই বিকেল ৩টায় শুরু হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। তবে ওই চিঠিতে কালো পতাকা মিছিলের পরিবর্তে গণমিছিল উল্লেখ করা হয়।

Link copied!