• ঢাকা
  • বুধবার, ০২ জুলাই, ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২, ০৬ মুহররম ১৪৪৬

হাজারীবাগের আগুন নিয়ন্ত্রণে যোগ দিল বিজিবি-সেনাবাহিনী


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৫, ০৪:৩১ পিএম
হাজারীবাগের আগুন নিয়ন্ত্রণে যোগ দিল বিজিবি-সেনাবাহিনী

রাজধানীর হাজারীবাগ বাজারে একটি ট্যানারির গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট। পাশাপাশি যোগ দিয়েছে বিজিবি ও সেনাবাহিনী।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা যায়, হাজারীবাগ বাজারের একটি ট্যানারির গোডাউনে আগুন লেগেছে। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও সাতটি ইউনিট তাদের সঙ্গে যোগ দেয়।

সরেজমিন ঘটনাস্থল ঘুরে দেখা যায়, সাত তলা ভবনের ৫ তলায় আগুন লেগেছে। ধোঁয়ার কুণ্ডলীতে ছেয়ে গেছে পুরো এলাকা। আতঙ্ক ছড়িয়ে পড়েছে মানুষের মাঝে। ফায়ার সার্ভিস কর্মীদের সঙ্গে যোগ দিয়েছেন বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যেহেতু এটি চামড়ার গোডাউন তাই সেখানে কেমিক্যালের উপস্থিতি থাকতে পারে। তবে এ বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

Link copied!