রাজধানীসহ সারা দেশে বৈষম্যবিরোধী ছাত্রদের ডাকা অসহযোগ আন্দোলন চলছে। এ আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর সোনারগাঁও হোটেল মোড় ও কারওয়ান বাজার এলাকায় বিক্ষোভকারীদের সঙ্গে আওয়ামী লীগ এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষ চলছে।
রোববার (৪ আগস্ট) বিকেলে এ সংঘর্ষ শুরু হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত সংঘর্ষ চলছে।
সরেজমিনে দেখা যায়, বিক্ষোভে অংশ নেওয়া জনগণ বাংলামোটরের দিকে অবস্থান নিয়েছে। আর কারওয়ান বাজারের দিকে অবস্থান নিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। বাংলামোটরের দিক থেকে কারওয়ান বাজারের দিকে ছোড়া হচ্ছে ইটপাটকেল।
কারওয়ান বাজার অংশে আওয়ামী লীগের পাশেই আছেন পুলিশ সদস্যরা। তারা বিক্ষোভকারীদের দিকে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস (টিয়ার শেল) নিক্ষেপ করছেন।
এদিকে সকাল থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সর্বাত্মক অসহযোগ কর্মসূচি চলছে। এর সমর্থনে দেশের বিভিন্ন এলাকায় বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা। সরকার পতনের এক দফা এই কর্মসূচিতে এখনো পর্যন্ত ৩২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
                
              
																
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    




























