বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাচন আগামী ১৯ অক্টোবর অনুষ্ঠিত হবে।
রোববার (৫ মে) জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত বিএফইউজের নির্বাহী পরিষদের সভায় এ সিদ্ধান্ত হয়। ১৯ অক্টোবর ঢাকাসহ ১৪টি অধিভুক্ত ইউনিয়নে একযোগে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
বিএফইউজের সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন বিএফইউজের মহাসচিব দীপ আজাদ। সভায় দশম ওয়েজ বোর্ড নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
তথ্য প্রতিমন্ত্রীর বরাত দিয়ে সভায় জানানো হয়, শিগগিরই দশম ওয়েজ বোর্ড গঠিত হবে। এই ওয়েজ বোর্ড রোয়েদাদে সংবাদপত্র, ইলেক্ট্রনিক মিডিয়া ও অনলাইন অন্তর্ভুক্ত করার দাবি সভায় সর্বসম্মতভাবে গৃহীত হয়।
ওয়েজবোর্ড রোয়েদাদ কোন কোন সংবাদপত্র বাস্তবায়ন করেছে সভায় এ সংক্রান্ত তথ্য লিখিত আকারে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে অবহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।






























