• ঢাকা
  • বুধবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ১৯ ভাদ্র ১৪৩২, ১০ রবিউল আউয়াল ১৪৪৬

পুরান ঢাকায় জুতার গুদামে আগুন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ৩, ২০২৪, ০৮:০৭ এএম
পুরান ঢাকায় জুতার গুদামে আগুন
ফাইল ছবি

রাজধানীর পুরান ঢাকার নয়াবাজার জিন্দাবাহার পার্কের পাশে একটি জুতার গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। 

শনিবার (২ মার্চ) রাত ১০টা ২৪ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিটের চেষ্টায় ১০টা ৩৯ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ এসব তথ্য জানিয়েছেন। ‌

রাশেদ বিন খালিদ বলেন, পুরান ঢাকার নয়াবাজার জিন্দাবাহার পার্কের পাশে পঞ্চম তলা ভবনের নিচতলায় একটি জুতার গোডাউনে আগুন লাগার খবর আসে। খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এরপর ১০টা ৩৯ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!