‘নৌকা বাংলার জনগণের আস্থা ও উন্নয়নের প্রতীক’


সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৩, ০৪:৪৪ পিএম
‘নৌকা বাংলার জনগণের আস্থা ও উন্নয়নের প্রতীক’
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। ফাইল ফটো

নৌকা বাংলার জনগণের আস্থা ও উন্নয়নের প্রতীক বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি বলেছেন, “আগামী ৭ জানুয়ারির নির্বাচনে মানুষ দলে দলে নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়ী করবে।”

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকালে সিলেটে শাহজালাল (রহ.) মাজারসংলগ্ন এলাকায় নির্বাচনী লিফলেট বিতরণ শেষে তিনি এসব কথা বলেন।

বিএনপি নেতাকর্মীদের সমালোচনা করে এ কে আব্দুল মোমেন বলেন, “বিএনপি নেতারা শুধু টিভি চ্যানেলের টক শোতে সীমাবদ্ধ। তাদের নেতৃত্বে পরিপক্বতার অভাব রয়েছে। তাই তারা ধ্বংসাত্মক রাজনীতি শুরু করেছে।”

এ কে আব্দুল মোমেন আরও বলেন, “রাজনীতি মানুষের কল্যাণের জন্য। জ্বালাও-পোড়াও করে মানুষ হত্যা কোনো সুষ্ঠু রাজনীতি না।”

এ সময় অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচনের জন্য ভোটারদের নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!