আসন্ন জাতীয় বাজেটে (২০২৩-২৪ অর্থবছর) ভ্রমণকর বৃদ্ধির প্রস্তাব দিচ্ছে সরকার। জল, স্থল ও আকাশ—তিন পথেই এক কর বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছে। এ প্রস্তাব অনুমোদিত হলে মানুষের ভ্রমণব্যয় বাড়বে।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে, জুলাই মাস থেকে আকাশপথে উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ইউরোপ, আফ্রিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, চীন, জাপান, হংকং, উত্তর কোরিয়া, ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া ও তাইওয়ানে যেতে যাত্রীদের ছয় হাজার টাকা ভ্রমণকর দিতে হবে। এসব দেশে যাওয়ার সময় বর্তমানে ভ্রমণকর দিতে হয় চার হাজার টাকা।
অন্যদিকে আকাশপথে সার্কভুক্ত দেশে যেতে বর্তমানে ভ্রমণকর দিতে হয় ১ হাজার টাকা। যা বেড়ে দাঁড়াকে হবে ২ হাজার টাকায়। এর বাইরে আকাশপথে অন্য কোনো দেশে যেতে ভ্রমণকর দিতে হবে চার হাজার টাকা। বর্তমানে যা তিন হাজার টাকা। দেশের অভ্যন্তরে আকাশপথে ভ্রমণের ক্ষেত্রে কর দিতে হবে ২০০ টাকা।
স্থলপথে যেকোনো দেশে যেতে বর্তমানে ভ্রমণকর দিতে হয় ৫০০ টাকা। নতুন প্রস্তাব অনুযায়ী দিতে হবে ১ হাজার টাকা। জলপথে ভ্রমণের ক্ষেত্রেও ভ্রমণকর ২৫ শতাংশ বৃদ্ধি করার প্রস্তাব দেওয়া হয়েছে।
 
                
              
 
																                   
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    





























