রাজধানীতে কাভার্ড ভ্যানের চাপায় সানজিদা আক্তার তামান্না (২৭) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।
শুক্রবার (৩১ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে লালবাগের বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় তিনি মোটরসাইকেলের আরোহী ছিলেন।
এ ঘটনায় কাভার্ড ভ্যান চালক ও পাঠাও চালকসহ তিনজনকে আটক করেছে লালবাগ থানা পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মুর্শেদ জানান, রাতে রাইড শেয়ার করে (ভাড়ায়চালিত মোটরসাইকেল) বেড়িবাঁধ দিয়ে যাওয়ার সময় একটি কাভার্ড ভ্যানের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলসহ ছিটকে পড়লে ওই কাভার্ড ভ্যানের নিচে পিষ্ট হন ওই শিক্ষার্থী। পরে হাতপাতালে নিলে ঢাকা মেডিকেলের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, সানজিদার বাবার নাম আবু তাহের। তার বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায়। বর্তমানে কামরাঙ্গীরচর এলাকায় থাকতেন। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সম্মান শেষ বর্ষের ছাত্রী ছিলেন তিনি।
ঘটনার পরপরই কাভার্ড ভ্যানটি চালকসহ জব্দ করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।
 
                
              
 
																                   
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    




























