• ঢাকা
  • বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫, ২০ কার্তিক ১৪৩২, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

ছাত্রদল নেতা রাজীব ‘আটক’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২১, ০৯:৫৪ এএম
ছাত্রদল নেতা রাজীব  ‘আটক’

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে একদল ব্যক্তি ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য রাজীব আহসানকে আটক করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (৮ সেপ্টেম্বর) রাত সোয়া ১১টার দিকে রাজধানীর বিডিআর ৪ নম্বর গেট থেকে রাজীবকে তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ হাবিব।

প্রত্যক্ষদর্শী ছাত্রদলের সাবেক নেতা মাসুমের বরাত দিয়ে হাবিব জানান, ধানমন্ডিতে দলীয় নেতাদের সঙ্গে আড্ডা দিয়ে বাসায় ফিরছিলেন রাজীব। পথেই তাকে সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তুলে নিয়ে যান।

অবিলম্বে রাজীব আহসানের সন্ধান দাবি করেছেন ছাত্রদলের সাবেক এই সাধারণ সম্পাদক।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!