• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫

ঈদের ১২ দিন সিএনজি স্টেশন ২৪ ঘণ্টা খোলা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুন ২৩, ২০২৩, ১০:৫৬ এএম
ঈদের ১২ দিন সিএনজি স্টেশন ২৪ ঘণ্টা খোলা

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে ঈদের আগে ও পরে মোট ১২ দিন সিএনজি ও ফিলিং স্টেশনগুলো ২৪ ঘণ্টা খোলা রাখা হবে।

বৃহস্পতিবার (২২ জুন) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়।

এতে বলা হয়, ঈদের দিনসহ আগের পাঁচদিন ও পরের সাতদিন মিলে মোট ১২ দিন সিএনজি ও ফিলিং স্টেশন সার্বক্ষণিক খোলা থাকবে। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে মহাসড়কে যাত্রীসাধারণের যাতায়াতে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে গ্যাস ও জ্বালানি সরবরাহের সুবিধার্থে এ সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেওয়া হয়।

আগামী ২৯ জুন বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। গত ঈদুল ফিতরের মতো এবারও পবিত্র ঈদুল আজহার ছুটি একদিন বাড়িয়ে চারদিন করা হয়েছে। আগামী ২৭ থেকে ৩০ জুন পর্যন্ত ঈদের ছুটি।

Link copied!