• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

মিরপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২১, ১২:৫৮ পিএম
মিরপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ
ফাইল ছবি

রাজধানীর মিরপুর ১৪ নম্বরে বকেয়া বেতন-বোনাসের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা।

শনিবার (২৭ নভেম্বর) সকালে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। 

বিষয়টি কাফরুল থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান নিশ্চিত করে বলেন, “বেতন-বোনাসের দাবিতে পোশাক শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছিলেন। তবে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হচ্ছে।’

স্থানীয়রা জানায়, সকাল ১০টার পরে কয়েকশ শ্রমিক মিরপুর ১৩ নম্বর ও কাফরুল থানার সামনে জড়ো হন। এক পর্যায়ে সেখান থেকে পুলিশ সরিয়ে দিলে ১৪ নম্বর গোল চত্বরের সামনে গিয়ে তারা বিক্ষোভ করতে থাকেন। এ সময় শ্রমিকার দাবি করেন, দুই থেকে তিন মাসের বেতন বকেয়া পড়ে আছে। বার বার বেতন দিতে চেয়েও মালিকপক্ষ দিচ্ছে না। 

এদিকে শ্রমিকদের সড়ক অবরোধের কারণে মিরপুর ১০, ১৩, ১৪ সহ আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ওই এলাকায় সৃষ্টি হয় তীব্র যানজট। 

Link copied!